এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৪ অক্টোবর : গাজার দক্ষিণঞ্চলে ইসরাইলের সোমবার রাতভর বোমাবর্ষণ করেছে । বিগত ২৪ ঘন্টায় অন্তত ৪০০ টি সন্ত্রাসী হামাসের ঠিকানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনা । রাতভর বোমা হামলায় ২৮ জন নিহত হয়েছেন । এছাড়াও আহত হয়েছেন বহু ফিলিস্তিনি । মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইল দক্ষিণ গাজার খান ইউনিস ও উত্তরের বায়েত লাহিয়া শহরে রাতভর বোমা হামলা চালিয়েছে তবে এই হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী এখনো কোনো তথ্য জানায়নি ।
এদিকে হামাসের সন্ত্রাসীরা ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে যাচ্ছে । হামাস দ্বারা পরিচালিত টানেল শ্যাফ্ট দিয়ে সন্ত্রাসীরা সমুদ্রপথে ইসরায়েলে সহজেই প্রবেশ করতে পারছে । হামাসের কমান্ড সেন্টারগুলো অপারেটিভদের দ্বারা ব্যবহৃত হয় এবং মসজিদে অস্ত্র মজুত করা হয় ।
হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় অনবরত হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের অনবরত হামলায় গাজায় অন্তত ৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫ শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ১৫ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি। এর আগে বেসরকারি দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, ইসরাইলের বিমান হামলায় গাজা উপত্যকায় প্রতি ১৫ মিনিটে ১টি শিশুর মৃত্যু হচ্ছে। মানবিক সংকটের কথা বিবেচনা করে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি ।
তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা নিরীহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাবে । আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, ইসরাইল হামাসকে সম্পূর্ণ ধ্বংস করতে চায় । তিনি আরো বলেন, ইসরাইল অভিযানের জন্য ভালোভাবে প্রস্তুত।।