এইদিন ওয়েবডেস্ক,মালদ্বীপ,২৪ অক্টোবর : মালদ্বীপের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ভারতীয় সেনাবাহিনীকে তাদের দেশ ছেড়ে যেতে বলেছেন । মুইজ্জু বিবিসিকে বলেন,’আমরা মালদ্বীপের মাটিতে কোনো বিদেশী সামরিক উপস্থিতি চাই না। আমি মালদ্বীপের জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি প্রথম দিন থেকেই এই প্রতিশ্রুতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ।’
প্রসঙ্গত,মালদ্বীপের আবেদনের ভিত্তিতে সেদেশে সেনা মোতায়েন করেছিল ভারত । কিন্তু চীনের অনুগত মোহাম্মদ মুইজ্জু গত মাসের নির্বাচনে ভারতীয় সেনা প্রত্যাহারকে নির্বাচনী ইস্যু করেছিলেন । নির্বাচনে জয়লাভের কয়েক দিনের মধ্যে তিনি ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন এবং ভারতীয় সেনাদের প্রত্যাহারের প্রয়োজনীয়তার বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন।
বিদায়ী রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ২০১৮ সালে সরকারে আসার পর থেকেই মালদ্বীপ ও ভারতের সম্পর্ক মজবুত হয় । সোলিহের ইন্ডিয়া ফার্স্ট নীতিকে গুরুত্ব দিয়েছিলেন । ফলে মালদ্বীপে দীর্ঘদিন ধরে ভারতীয় প্রভাব ছিল । অন্যদিকে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপে ভারতীয় সেনার উপস্থিতি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হিসাবে তুলে ধরে নির্বাচনে ইস্যু করে । পাশাপাশি তিনি দেশের মানুষের কাছে আশ্বাস দেন চীন ঋণ ও অনুদানের আকারে মালদ্বীপে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করবে । নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতা মুইজ্জু । তার আগে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে ।।