এইদিন ওয়েবডেস্ক,তাইওয়ান,২৪ অক্টোবর : আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে তাইওয়ানে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার গভীরে । সরকারিভাবে এখনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি ।
উল্লেখ্য, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয় তাইওয়ানে । এর আগে, গত বছরের অক্টোবরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া দর্শনীয় পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনে ২০১৮ সালে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছিলেন। এবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের মাত্র ৫.৭ কিলোমিটার বা ৩.৫ মাইল গভীরে হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।।