এইদিন ওয়েবডেস্ক,২৩ অক্টোবর : মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ বর্তমানে হ্যাশট্যাগ গাজা জেনোসাইড ট্রেন্ড চলছে । মূলত গাজার শিশুদের মৃতদেহ ও বিকৃত দেহ পোস্ট করে ইসরায়েলের বিরুদ্ধে বিষোদগার করছে মুসলিম সম্প্রদায়ের লোকজন ও কথিত সেকুলাররা । পাশাপাশি আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে । সেই ভিডিওতে দেখা গেছে, আকাশে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে । তারই মাঝে এক যুবক হাসতে হাসতে আকাশের দিকে বারবার ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিচ্ছে । পরে একই যুবককে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলছে । তবে তার ভাষা বোধগম্য হয়নি ।
ভিডিওটি নিজের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে শেয়ার করেছেন ব্রিটিশ ফার্স্ট পার্টির নেতা পল গোল্ডিং(Poul Golding)। তিনি লিখেছেন,’সকালে ইসরায়েলে রকেট ছোড়ার উদযাপন করা ফিলিস্তিনি ব্যক্তি, এবং কিছুক্ষণ পরেই ইসরায়েলি বিমান হামলার জন্য কান্নাকাটি করছে।’
প্রসঙ্গত,গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,৪০০ জনের অধিক ইসরায়েলি শিশু, মহিলা,পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছিল সন্ত্রাসী সংগঠন হামাস । কয়েক হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । অনেক শিশু বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে গেছে । এছাড়া প্রায় ২১২ জনকে অপহরণ করে গাজায় নিয়ে গেছে ওই সন্ত্রাসবাদী সংগঠনটি । নিজের দেশের নাগরিকদের মুক্ত করতে হামাস খতম অভিযান ‘অপারেশন আয়রন সোর্ড’ শুরু করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) । অবশ্য তার আগে গাজার সাধারণ মানুষদের নিরাপদস্থানে চলে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল । কিন্তু গাজার প্রায় অর্ধেক মানুষ নিজেদের মানব ঢাল হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য হামাসকে সুযোগ করে দেওয়ার জন্য গাজা ত্যাগ করেনি । এখন তারাই গাজায় ইসরায়েলের বিমান হামলায় মানুষের মৃত্যুর পর ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে ।।