এইদিন ওয়েবডেস্ক,খড়গ্রাম(মুর্শিদাবাদ)২১ অক্টোবর : মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের রহিগ্রামের বাসিন্দা খুনের ঘটনায় এক অভিযুক্তের বাড়ির অদূরেই উদ্ধার হল প্লাস্টিকের ড্রামভর্তি ৩০ টি তাজা বোমা । অভিযুক্তের নাম মিষ্টারুল শেখ । বিগত পঞ্চায়েত নির্বাচন রহিগ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্যের ছেলে হুমায়ুন কবির খামাড়ু (২১) খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিষ্টারুল । এদিন তার বাড়ির কিছুটা দুরেই খড়ের দুটি পালুইয়ের মাঝে বোমা ভর্তি ড্রামটি উদ্ধার করেছে খড়গ্রাম থানার পুলিশ । পরে বোম্ব ডিস্পোজাল স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে । কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তদন্ত করে দেখছে পুলিশ । এদিকে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেন হুমায়ুন কবির খামাড়ুর মা সানোয়ারা খাতুন । তিনি জয়ীও হন । কিন্তু খড়গ্রাম ব্লকের সাদল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের কয়েকদিন আগেই তিনি তৃণমূলে ফিরে আসেন । বোর্ড গঠনের দিন তৃণমূলের বিজয় মিছিলে ছিল। সানোয়ারার ছেলে হুমায়ুন কবির খামাড়ু মিছিল চলাকালীন একটা চায়ের দোকানে বসেছিলেন । সেই সময় তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ । এই খুনের ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের অন্য গোষ্ঠীর দিকে । অভিযোগ যে নির্বাচিত প্রধান রিজবানু খাতুনের বিপক্ষে ভোট দিয়েছিলেন সানোয়ারা খাতুন,তার জেরেই রিজবানুর স্বামী এই খুন করিয়েছে ।।