এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২১ অক্টোবর : মহাসপ্তমীর দিনেই ফিলিস্থিনের সমর্থনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,,’গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷ ।’
এর আগে ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
কিন্তু শোক পালনের জন্য হিন্দুদের সর্ববৃহৎ উৎসবের প্রথম দিনটি কেন বেছে নেওয়া হল,এনিয়ে প্রশ্ন উঠছে । বাংলাদেশের মুক্তমনা ব্লগার আসাদ নূরের কথায়,’এবারে ইসলামি শরিয়া মেনেই পালিত হচ্ছে বাংলাদেশের দুর্গোৎসব ।’।