এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২১ অক্টোবর : শুক্রবার বেঙ্গালুরুতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হেরেছে পাকিস্তান । ম্যাচ চলার সময় স্টেডিয়ামের দর্শক আসনের জনৈক এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর বচসায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । দর্শক ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগান দিলে পুলিশ কর্মী তাকে বাধা দেয় বলে অভিযোগ । ভিডিওতে পাকিস্তান সমর্থক ওই দর্শককে বলতে শোনা গেছে, ‘আমি পাকিস্থানি,আমিও কি ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে পারবো না ?’ এরপর ওই দর্শক নিজের স্মার্টফোন বের করে ভিডিও করতে শুরু করলে পুলিশকর্মী বিতর্ক না বাড়িয়ে সেই স্থান ছেড়ে অন্যত্র চলে যান ।
এদিকে এই ভিডিওকে ঘিরে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন । অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে হয়তো কর্ণাটকের কংগ্রেস সরকার ওই পুলিশকর্মীকে সাসপেন্ডও করে দিতে পারে । জনৈক এক ‘এক্স’ ইউজার্স সেই আশঙ্কা প্রকাশ করে লিখেছেন,’এই পুলিশ অফিসার পদোন্নতির যোগ্য, কিন্তু তাকে শীঘ্রই সাসপেন্ড করবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া !’
শুক্রবার বেঙ্গালুরুর এচিনস্বামী স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পাকিস্তান । পাকিস্তান বিশ্বকাপে তাদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হেরেছে। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে ৩৬৭ রানের বিশাল ইনিংস গড়ে । কিন্তু পাকিস্তান ৪৫ তম ওভারে সব উইকেট হারিয়ে ৩০৫ রান করতে সক্ষম হয় । এই ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় ডেভিড ওয়ার্না সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অস্ট্রেলিয়া চার পয়েন্ট অর্জন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে । যেখানে তালিকার পঞ্চন স্থানে চলে গেছে পাকিস্তান । আজ শনিবারের খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ।।