এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মে : রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর বাড়ির সদর দরজা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আড়া গ্রামে । শুক্রবার এনিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিষান দত্ত নামে ওই বিজেপি কর্মীর স্ত্রী স্ত্রী ইতু দত্ত । ইতুদেবীর অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেখিয়ে আসছে তৃণমূলের লোকজন । তাই বাড়ির দরজায় আগুন লাগানোর ঘটনায় তৃণমূলের লোকজনেরই হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে ওই মহিলা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,আড়া গ্রামের বাসিন্দা কিষান দত্ত নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে রয়েছেন বিধবা শাশুড়ি, স্ত্রী ইতুদেবী ও তাঁদের দুই ছেলেমেয়ে । কৃষানবাবুর নিজস্ব একটি লরি আছে । তিনি নিজেই লরিটি চালান । তাই অধিকাংশ দিন তাঁকে বাড়ির বাইরেই কাটাতে হয় ।
পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছেলেমেয়েকে নিয়ে একটি ঘরে ঘুমচ্ছিলেন ইতুদেবী । পাশের ঘরেই ছিলেন তাঁর শাশুড়ি । রাত্রি প্রায় আড়াইটা নাগাদ বাথরুমে যাওয়ার সময় ইতুদেবীর শাশুড়ির নজরে পড়ে কাঠের সদর দরজাটি আগুনে দাউ দাউ করে জ্বলছে । এই দেখে তিনি ইতুদেবীকে ঘুম থেকে তোলেন । তারপর দু’জনে মিলে কল থেকে জল তুলে আগুন নেভান । কিন্তু তার আগেই ভস্মীভূত হয়ে যায় সমগ্র দরজাটি ।
ইতুদেবীর অভিযোগ,’ভোটের ফল ঘোষণার পর থেকেই গ্রামের তিন তৃণমূল কর্মী আমাদের বাড়িতে এসে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে । আমার স্বামী কোথায় তা তারা জানতে চাইছে । এরপর বৃহস্পতিবার রাতে কাঠের তৈরি বাড়ির সদর দরজায় আগুন লাগানোর ঘটনা ঘটে । যদিও আমরা কাউকে আগুন লাগাতে দেখিনি তবে সন্দেহ এই ঘটনায় ওই তৃণমূল কর্মীদেরই হাত আছে ।’ অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা লক্ষণ সামন্ত । তিনি বলেন,’আমরা প্রতিহিংসার রাজনীতিতে অভ্যস্ত নই । পুলিশ তদন্ত করলে আসল সত্য সামনে আসবে ৷’।