দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ অক্টোবর : আজ শুক্রবার মহাষষ্ঠীর দিন দু:স্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুসলিম যুবক । ভাতার থানার মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির নামে ওই যুবক এদিন ভিক্ষাজীবি, দুঃস্থ প্রতিবন্ধী নারী ও পুরুষের হাতে তুলে দিলেন নতুন পোশাক ও খাদ্যসামগ্রী । মুরাতিপুর বাসস্ট্যান্ডে ফুটপাতের পাশে একটা গুমটিতে মোবাইলের যন্ত্রাংশ বিক্রি করেন শেখ আমির । দোকানে ভিক্ষা করতে আসা বৃদ্ধ- বৃদ্ধা ছাড়াও এলাকার কয়েকটি গ্রাম ঘুরে ঘুরে ৭০-৮০ জন দুঃস্থ মানুষের হাতে সাহায্য সামগ্রী তুলে দেন তিনি ।
শেখ আমির বলেন,’আজ বাঙালির সবচেয়ে বড় উৎসব । অথচ আজকের দিনেই পেটের টানে কিছু মানুষকে ভিক্ষা করতে বের হতে হচ্ছে । অনেক বৃদ্ধ বৃদ্ধা ঠিকমত হাঁটতেও পারেন না । এসব দেখে মন খারাপ হয়ে গিয়েছিল । তাই ওই সমস্ত মানুষদের হাতে কিছু সাহায্য সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ।’ তিনি আরও বলেন,’আমারও আর্থিক সঙ্গতি খুব একটা ভালো নয় । এই কারনে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম । তারা রাজি হয় এবং মূলত তাদের সাহায্যেই আজ উৎসবের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ।’ পরোপকারের কাজে এগিয়ে আসা সাহায্যকারী বন্ধুদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি ।।