এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২০ অক্টোবর : জম্মু- কাশ্মীরে দূর্ঘটনার কবলে পড়ল একটি আপেল বোঝাই ট্রাক । দূর্ঘটনায় ট্রাকের চালক ও খালাসিসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে । বৃহস্পতি-শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝাজ্জার কোটলি এলাকার ঝাজ্জার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চারজনের মৃতদেহ জিএমসি হাসপাতালের মর্গে রেখেছে । তবে এখনো মৃতদের পরিচয় জানা জায়নি । ট্রাকের কাগজপত্রের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।
তথ্য অনুযায়ী, ট্রাকটি শ্রীনগর থেকে রাজস্থান যাচ্ছিল । কিন্তু কাশ্মীর থেকে আপেল নিয়ে জম্মু অভিমুখে আসা ট্রাক (RJ13GB-5654) প্রথমে ঝাজ্জার ব্রিজের ডিভাইডারের সাথে ধাক্কা মারে এবং তার পরে ট্রাকটি প্রায় আশি ফুট নীচে খাদে পড়ে যায় । এলাকাটি খুব দূর্গম হওয়ায় বিশেষ যান চলাচল হয় না । দূর্ঘটনার অনেক পরে অন্য গাড়ির চালকদের নজরে পড়লে তারা কোটলি থানায় খবর দেয় । পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ।
কিন্তু ট্রাকটি আপেল বোঝাই হওয়ায় প্রচুর ভারের কারনে কার্যত দুমড়েমুচড়ে যায় । দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পুলিশ ট্রাকে চালক ও কন্ডাক্টরসহ চারজনকে কোনো রকমে উদ্ধার করে । এরপর ওই ৪ জনকে পুলিশ জিএমসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ।।