এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ অক্টোবর : ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করার অভিযোগের পর এবার কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে পোষ্য কুকুর চুরির অভিযোগ উঠল । অ্যাডভোকেট জয় অনন্ত দেহরায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) মহুয়া মৈত্রার বিরুদ্ধে অভিযোগ করে দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে একটি চিঠি পাঠিয়েছেন । চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
চিঠিতে জয় অনন্ত দেহরায় জানিয়েছেন, মহুয়া মৈত্র তার কুকুর ‘হেনরি’কে শুধু চুরিই করেননি, তাকে অবৈধভাবে নিজের কাছেও রেখেছেন। তার পোষ্য কুকুরটির বয়স মাত্র ৩ বছর। তিনি এটি কিনেছিলেন নয়াদিল্লির জনকপুরিতে অবস্থিত একটি দোকান থেকে । তিনি এই কুকুরটি ২০২১ সালের জানুয়ারিতে ৭৫,০০০ টাকায় কিনেছিলেন। তিনি ২ কিস্তিতে টাকা পরিশোধ করেন । দিল্লি পুলিশকে যথাক্রমে ১০,০০০ এবং ৬৫,০০০ টাকার দুটি রসিদও পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওই আইনজীবী । চিঠিতে আরও বলা হয়েছে,তিনি তার কুকুরকে ‘কেনেল ক্লাব অফ ইন্ডিয়া (কেসিআই)’-তে নিবন্ধিত করেছিলেন । ‘সন্তান তুল্য’ কুকুরটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্যও আবেদন জানিয়েছেন ওই আইনজীবী ।
প্রসঙ্গত,এর আগে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করার অভিযোগটি সংসদের এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা । যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল সাংসদ । পাশাপাশি তিনি একটি নোটিশের তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিভিন্ন মিডিয়া সংস্থায় প্রকাশিত ওই সংক্রান্ত খবর ২৪ ঘন্টার মধ্যে মুছে না ফেললে আইনানুগ ব্যবস্থা নেবেন । যদিও কুকুর চুরির অভিযোগ প্রসঙ্গে তৃণমূল সাংসদের কোনো প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি ।।