তুমি আসবে বলে আকাশটা নীল মুখটা যে ভার করেনি
তুমি আসবে বলে শিউলিরা সব গাছ থেকে ঝরে পড়েনি।
তুমি আসবে বলে নদীর পাড়ে কাশেরা যে মাথা নাড়ছে
তুমি আসবে বলে ঢাকির ছেলের কান্নাকাটি বাড়ছে।
তুমি আসবে বলে হারুর মা বোনাসের দিন গুনছে
তুমি আসবে বলে আনন্দে হারু মায়ের কথা শুনছে।
তুমি আসবে বলে প্যান্ডেল তাই রঙীন কাপড়ে সাজছে
তুমি আসবে বলে দুঃখ ভুলে চারিদিকে ঘন্টা কাঁসর বাজছে।
তুমি আসবে বলে খোকার বাবা ফিরছে এবার দেশে
তুমি আসবে বলে নতুন জামায় উঠলো খোকা হেসে।
তুমি আসবে বলে চাওয়াগুলো সব একসাথে দল বাঁধবে
তুমি আসবে বলে মিলি যে সুরে সুরে গলা সাধবে।
তুমি আসবে বলে পটলের দোকানে আলোটা জ্বলবে কটাদিন
তুমি আসবে বলে পাড়ার মোড়ে ফুচকা বেচবে আলাদীন।
তুমি আসবে বলে অফিস ছুটি পড়াশোনা গেলো লাটে
তুমি আসবে বলে তোমাকে পেয়ে আনন্দেতে দিন কাটে।।