এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৮ অক্টোবর : গাজা সিটিতে একটা হাসপাতালে মঙ্গলবার রাতের মারাত্মক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের কোনো হাত নেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । তিনি বলেছেন,’আমার প্রতিরক্ষা বিভাগ যে ডেটা দেখিয়েছে তাতে ইসরায়েলের জড়িত থাকার কোনো প্রমান নেই ।’ অর্থাৎ তিনি হামাসের ‘মিস ফায়ার’ বলে ইসরায়েল যে দাবি করছে,তাতেই কার্যত সিলমোহর দিলেন । পাশাপাশি তিনি সাংবাদিক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে বসিয়ে বলেন,’আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে, মনে হচ্ছে এটি অন্য দল(হামাস) করেছিল, আপনি নয় ।’ জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, ‘অতীতে আমরা ইসরায়েলের সাথে ছিলাম,আজ আছি এবং ভবিষ্যতেও থাকবো,কথা দিলাম ।’
প্রসঙ্গত,হামাস ইসলামিক জিহাদের একটি ত্রুটিপূর্ণ ক্ষেপণাস্ত্র হাসপাতালের পার্কিং লটে আঘাত করেছে এমন অনেক প্রমাণ উপস্থাপন করেছে ইসরায়েল, যার মধ্যে হামাস কর্মকর্তাদের একটি রেকর্ডিং রয়েছে যাতে তারা সত্য স্বীকার করেছে । যদিও সন্ত্রাসী সংগঠন হামাস ও ইরান সহ আরব দেশগুলি এখনো দাহি করছে যে একটি ইসরায়েলি বিমান হামলা দায়ী ছিল ।।