তুমি কি সে খবর রাখো, কবিতা?
কত রাত বলি গেছে তোমার অপেক্ষায়!
কত চোখ শব্দ খুঁজতে খুঁজতে
অভিধানের পাতায় হারিয়েছে খেই!
অলঙ্কার দিয়ে সাজাতে গিয়ে
ভুলেছে নিজেকে সাজাতে!
ছন্দে ছন্দে ছবি আঁকতে আঁকতে কখন…
জলছবিতে হয়েছে বন্দী!
প্রাত্যহিকতা করেছে ঠাট্টা!
কোলাহলের মাঝেও,বোবার মত বসে থেকেছে ;
একদৃষ্টে…
দিন গেছে… রাত গেছে…
চোখের সামনে কখন অগোচরে,
শুধু তোমার জন্য!
তোমায় এক ঝলক দেখার লালসা…
ছাপোসা সাধারণ ছেলেটাকে…
করে তুলেছে আনমনা!
ব্যঙ্গ করে অনেকের মুখে
অবশ্য জুটেছে কবি নামের তকমা…
সবই তোমার অনুকম্পা, কবিতা..
নাওয়া খাওয়া ভুলে, শুধু দিগন্তের পানে তাকিয়ে,
তাকে করে তুলেছে পাগল পারা…
কি দায় তার?
কিসের সুখে অসুখ বাড়িয়ে চলছে?
তুমি কি সে খবর রাখো, কবিতা?
না না, সে দোষ তোমার না…
পাতে সাজানো পরমান্নের স্বাদ তো সবাই নেয়,
সমালোচনার ঝড়ও তোলে,
শুধু রাঁধুনির ছ্যাঁকা লাগা হাতটা কেউ দেখেনা।
পারলে একবার বুঝো, কবিতা!
একবার তাকিয়ে দেখো!
আনমনে বিড়বিড় করা ছেলেটার দিকে।
দেখো,তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে…
সবচেয়ে দামী জায়গায় ।।