এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৭ অক্টোবর : ইসরায়েল এবং সন্ত্রাসী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করা এবং ফিলিস্তিনের জন্য অনুদান চাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের হামিরপুর থানার এক পুলিশ কনস্টেবলকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে । অভিযুক্তের নাম সুহেল আনসারি(২৩) । জানা গেছে,সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে সুহেল আনসারি ফেসবুকে পোস্ট করেছিলেন । ওই পোস্টে তিনি আবেদন জানান ‘ফিলিস্তিনের পাশে দাঁড়ান এবং সাহায্য করুন’ । একটা রিপোস্ট = ১ ডলার । সংগ্রীহিত অর্থ সরাসরি পাঠানো হবে @ISLAMICRELIFEUSA ।’ শুধু তাইই নয়,ওই কনস্টেবল আবেদন জানান, ‘স্টোরীতে লিখুন হেল্প সেভ প্যালেস্টাইন’ । ওই পোস্টের শেষে ৮,২৬১,৩২৪.১২ ডলারের লক্ষ্যের কথাও বলা হয়েছে । আনসারি ফিলিস্তিনপন্থী ওই পোস্ট করে একটি মসজিদে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন । অভিযোগ রয়েছে যে আনসারি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মন্তব্যও করেছেন যা আপত্তিকর ।
রিপোর্ট অনুযায়ী,সুহেল আনসারির ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শোড়গোল শুরু হলে নড়েচড়ে বসে পুলিশ । ঘটনার তদন্তভার অতিরিক্ত এসপির কাছে হস্তান্তর করা হয় । তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সুহেল আনসারির বিরুদ্ধে ‘দুই পক্ষের মধ্যে শত্রুতা’ প্রচারের অভিযোগ আনা হয় এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয় ।।