এইদিন ওয়েবডেস্ক,ব্রাসেলস,১৭ অক্টোবর : বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে । সোমবার রাতে ব্রাসেলসে বেলজিয়াম-সুইডেন ফুটবল ম্যাচ হওয়ার ঠিক আগেই সুইডিশ নাগরিকদের উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি চালায় এক সন্ত্রাসী । গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যু হয়েছে । সন্ত্রাসী হামলার পর কর্তৃপক্ষ রাজধানীতে সন্ত্রাসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু একে ‘সন্ত্রাসী’-সম্পর্কিত হামলা হিসেবে বর্ণনা করেছেন। বেলজিয়ামের থ্রেট অ্যানালাইসিস কোঅর্ডিনেশন ইউনিট (ওসিএডি) জানিয়েছে, দেশের অন্যান্য অংশে সন্ত্রাসবাদের সতর্কতাও দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।এই সন্ত্রাসী হামলা ইসরায়েল-হামাস যুদ্ধের ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে,লাল রঙের পোশাক পরিহিত এক সন্ত্রাসবাদী ছুটে ছুটে গিয়ে ফুটবল খেলা দেখতে আসা সুইডিশ নাগরিকদের লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে । আতঙ্কে লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে পালাচ্ছে ৷ ওসিএডি কেন্দ্রের লরা ডেমুলিয়ার একটি সাক্ষাৎকারে বলেছেন যে কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল স্টেডিয়াম থেকে হাজার হাজার ফুটবল অনুরাগীদের সরিয়ে নেওয়া যারা বেলজিয়াম-সুইডেন ফুটবল ম্যাচ দেখতে এসেছিলেন ।
সোমবার গভীর রাতে মধ্য ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় দুই সুইডিশ নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রধানমন্ত্রী ডি ক্রু বলেছেন যে হামলাটি “সন্ত্রাস” এর সাথে সম্পর্কিত এবং শীর্ষ মন্ত্রিসভার মন্ত্রীদের একটি বৈঠক ডেকেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডি ক্রু লিখেছেন,’আজ রাতে ব্রাসেলসে সুইডিশ নাগরিকদের উপর জঘন্য হামলার পর আমি সুইডেনের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । ঘনিষ্ঠ মিত্র হওয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা হবে।’ বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন বলেছেন,’ব্রাসেলসে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনাটি ঘটানো অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে ।’
ঘটনাস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে হেইসেল স্টেডিয়ামে সন্ধ্যায় বেলজিয়ামের বিপক্ষে খেলার কথা ছিল সুইডিশ জাতীয় ফুটবল দলের। কিন্তু সন্ত্রাসী হামলার পর ম্যাচ বাতিল করে দেওয়া হয় ।।