এইদিন ওয়েবডেস্ক,১৭ অক্টোবর : ভারতের বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি(HDFC)-এর বিরুদ্ধে হিন্দু বিরোধী বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠল । ‘ভিজিল আন্টি’ নামে ওই বিজ্ঞাপনে এক মহিলার কপালে গোলাকার লাল টিপের মাঝে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে আবেদন জানানো হয়েছে,’ভিজিল আর্মিতে যোগদান করুন’ । উল্লেখ্য,হিন্দু মহিলাদের কপালের টিপকে পবিত্র হিসাবে মনে করা হয়,ব্যাঙ্কের তরফে সেই টিপকে ‘বর্জনের’ ইঙ্গিত জানানোয় বিতর্কের সূত্রপাত । বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বহু মানুষ ও সংস্থা । বর্তমানে সোশ্যাল মিডিয়ায় “হ্যাসট্যাগ অ্যান্টিহিন্দু এইচডিএফসি” ট্রেন্ড চলছে ।
সৌরভ চৌহান নামে এক ‘এক্স’ ইউজার্স লিখেছেন,’বিজ্ঞাপনের নামে ভুল মতাদর্শ দেওয়া বন্ধ করুন। আপনাদের কিসের সতর্কবার্তা ? কেন আপনারা সমস্ত ধর্মের মাধ্যমে সতর্কতা ছড়িয়ে দেন না?’
দীপক শর্মা লিখেছেন,’ওহে নির্লজ্জ এইচডিএফসির ব্যাঙ্ক । এটা কি… তোমরা এত অহংকারী যে হিন্দু নারী ও পবিত্র বিন্দি নিয়ে মজা করবে? তোদের যদি হিম্মত থাকে তাহলে এই মহিলার জায়গাই কোনো বোরখা পরা মহিলাকে অপমান করে দেখাতে পারবি ? না হলে সরাসরি দেশের নারীদের কাছে ক্ষমা চাও,নাইলে তোমার বয়কটের পরিণতি স্বপ্নেও ভাবতে পারবে না। যারা হিন্দু তারা লিখুন হ্যাসট্যাগ অ্যান্টিহিন্দু এইচডিএফসি ।’
হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম হিন্দু পোস্টের ‘এক্স’ হ্যান্ডেলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লেখা হয়েছে,’হ্যালো HDFC ব্যাঙ্ক @HDFCBank_Cares, হিন্দুদের কাছে বিন্দির একটি পবিত্র তাৎপর্য রয়েছে। সর্বজনীন নিষেধাজ্ঞার চিহ্ন অর্থাৎ ‘না’ চিহ্ন হিসাবে ডিজাইন করা একটি বিন্দি পরা একজন মহিলার আপনার চিত্রণটি গভীরভাবে আপত্তিকর এবং একেবারেই বিরক্তিকর ।একটি ‘ভারতীয়’ ব্যাঙ্কের পক্ষে এটি করা, যখন হিন্দুরা নবরাত্রি উদযাপন করছে, মা দুর্গা এবং সমস্ত দেবীদের প্রতি উৎসর্গীকৃত একটি উৎসব, এটি আরও নিন্দনীয়। এইচডিএফসি এক্সিকিউটিভরা যারা এই বিজ্ঞাপনটিকে মুদ্রণে সবুজ পতাকা দিয়েছিলেন, তারা কি সম্পূর্ণরূপে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? আমরা সমস্ত HDFC ব্যাঙ্কের গ্রাহকদের অবিলম্বে তাদের সম্পর্ক পরিচালকদের কাছে পৌঁছানোর এবং একটি পবিত্র হিন্দু প্রতীকের এই অবমাননার জন্য তাদের তীব্র প্রতিবাদ জানাতে এবং HDFC-কে এই বিজ্ঞাপনটি প্রত্যাহার করার এবং সর্বজনীন ক্ষমা চাওয়ার দাবি জানাই ।’ যদিও এখনো পর্যন্ত ব্যাঙ্কের তরফ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি ।।