সবার ঘরে মনে প্রাণে
আসছেন মা বছর ঘুরে,
পূজো পূজো গন্ধ ভাসে
সারা শহর জুড়ে।
শারদীয়ার আগমনে
সবার পুলকে হৃদয় মেতেছে,
হিমের পরশে নতুন রূপে
বসুন্ধরা সেজে উঠেছে।
নদীর চড়াই, ফাঁকা মাঠে
কাশফুলের ই দোলা
গাছের ডালে ডালে
শিউলি ফুলের সুবাস মেলা।
মায়ের আগমনে আনন্দের
জোয়ার হয়ছে বানভাসি
কুমোরটুলিতে প্রতিমা সাজে
ব্যাস্ত বেদম রংতুলি।
শারদ প্রাতে মহালয়া,
পুজো নেই তো বেশি দূর
শরৎতের হিমেল হাওয়ায় ভাসে
আগমনীর সুর।
শরৎ মেঘে কাশের হাওয়ায়
উঠলো মেতে মন,
উতলা মন দেখার তরে
মায়ের রাঙা চরণ।
শিউলির গন্ধে আগমনী
উঠলো বেজে শঙ্খধ্বনি
আসছেন গিরিরাজ নন্দিনী
মা ‘দুর্গা দুর্গতিনাশিনী’।।