এইদিন ওয়েবডেস্ক,,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৬ মে : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পিলসুয়া গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৫ জনকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা হলেন মথুরা মণ্ডল, মিঠুন দাস, গোলাম শেখ, ইয়াকুব চৌধুরী ও আবদুল শেখ । বুধবার রাতে এলাকা থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । বিচারক সকলকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
ভোটের ফল ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে ওঠে গোটা মঙ্গলকোট । মঙ্গলকোটের প্রায় সমস্ত পঞ্চায়েত এলাকা থেকেই অশান্তির খবর পাওয়া যায় । মঙ্গলবার পিলসুয়া গ্রামের বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও বেশ কয়েকটি পালুই ও মড়াইয়ে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে । তার রেশ ধরে বুধবারেও গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে । বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ ।সংঘর্ষে দুপক্ষের চারজন আহত হন । ওই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে । তার ভিত্তিতে বুধবার রাতে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ ।।