এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৬ অক্টোবর : রবিবার দিনভর সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম “এক্স”-এ চললো হ্যাশট্যাগ “হারামিমহুয়া” ট্রেন্ড । ব্যবহারকারীরা নদীয়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের কিছু ছবিও পোস্ট করেছে । ওই সমস্ত ছবিগুলিতে তৃণমূল সাংসদকে কখনো পানীয়ের গ্লাস হাতে বা গ্লাস ছাড়া কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে । কোনো ছবিতে দেখা গেছে মহুয়া মিনি স্কার্ট পরে খাবার টেবিলের সামনে পানীয়ের গ্লাস হাতে বসে আছেন । অন্য একটা ছবিতে তাঁকে সিগার টানতেও দেখা গেছে । এনিয়ে ‘এক্স’ ব্যবহারকারীদের বিভিন্ন মন্তব্যও করতে দেখা যায় । এদিকে তৃণমূল সাংসদের এহেন ছবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু কয়েছে জোর চর্চা ।
বজরং দল নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন,’গরীবের টাকা মেরে বঞ্চনার আন্দোলন হচ্ছে ৷’ বিনোদ কুমার বারুই লিখেছেন,’১০০ দিনের কাজের টাকা আদায় করতে মহুয়াদির আন্দোলন ।’
যদিও বিতর্কে জল ঢালতে এগিয়ে এসেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র । তিনি সাফাই দিয়েছেন,’ধূমপানে আমার আশক্তি নেই, অ্যালার্জি রয়েছে । কোনো এক বন্ধুর সিগার নিয়ে মজা করে পোজ দিচ্ছিলাম মাত্র ।’ তিনি আরও লেখেন,’সাদা ব্লাউজের থেকে আমার গ্রিন ড্রেস ভাল লাগে। আর ছবি ক্রপ করছ কেন, ডিনারে বাকিদেরও দেখাও। বাংলার মেয়েরা জীবনকে উপভোগ করে, মিথ্যাকে নয় ।’
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জোটসঙ্গী কংগ্রেসের সাংসদ শশী থারুরের সঙ্গে মহুয়া মৈত্রের দীর্ঘদিনের ‘ঘনিষ্ঠ’ বন্ধুত্ব । এমনকি লোকসভার অধিবেশনে দু’জনকে হেসে হেসে কথাও বলতে দেখা গিয়েছিল । এনিয়ে দুই দলের সাংসদকে ট্রোল হতে হয়েছে ।।