এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৫ অক্টোবর : তৃতীয় কোনো দেশ যাতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে যোগ না দেয় তা রুখতে দ্বিতীয় বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । এবিসি নিউজ শনিবার রাতে জানিয়েছে যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তার দ্বিতীয় যুদ্ধজাহাজকে প্যালেস্টাইনের কাছে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করার নির্দেশ দিয়েছে । পেন্টাগনের বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বা এই যুদ্ধকে বাড়ানোর যে কোনও প্রচেষ্টা ঠেকাতে আমাদের প্রচেষ্টার অংশ হিসাবে আমি ইউএসএস ডোয়াইট স্ট্রাইক গ্রুপকে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছি ।’ পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েলের উপকুলে ওই যুদ্ধ জাহাজকে মোতায়েন করে রাখা হবে বলে জানানো হয়েছে ।
গত সপ্তাহে, ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষের পর, আমেরিকা এই এলাকায় তাদের ইউএসএস জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরী মোতায়েন করে রেখে দিয়েছে । এর আগে ইসরায়েলের কাছে আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান সরবরাহের কথা জানিয়েছে গণমাধ্যম। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেল আবিব তাদের আরও সামরিক সরঞ্জাম পাঠাতে বলেছে।
অন্যদিকে কাতারে ইরানের বিদেশমন্ত্রী আমির হোসেন আবদুল্লাহিয়ান এবং হামাসের নেতা ইসমাইল হানিয়াহের মধ্যে বৈঠকের খবর দিয়েছে রয়টার্স। হামাস এক বিবৃতিতে ঘোষণা করেছে যে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে এই আন্দোলনের লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখতে এই বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছে।জাতিসংঘে ইরানের প্রতিনিধি কার্যালয় সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে যে, ইসরাইল গাজায় হামলা বন্ধ না করলে তেহরান জবাব দেবে । ইতিমধ্যে একাধিক ইরানি ট্যাঙ্ক ইরাকের সীমান্তের দিকে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে । ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আকারে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে ।।