প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ মে :সিআরপিএফের প্রাক্তন অফিসার ও কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত অফিসারের বাড়িতে হামলা ঘটনায় গ্রেপ্তার হলেন ৮ জন । ঘটনা গুলি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার রুকাসপুর ও বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায়।সিআরপিএফের প্রাক্তন অফিসারের বাড়িতে হামলা চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে মেমারি থানার পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা হলেন,মোস্তাফা মণ্ডল, রঞ্জন দাস ও সৌগত মণ্ডল। ধৃত তিনজনেরই বাড়ি রুকাসপুরে। অন্যদিকে
কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত অফিসারের বাড়িতে হামলা চালানোর অভিযোগে বর্ধমান থানার পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছেন শেখ জাহির , শেখ স্বপন, শেখ সুরজ , নজরুল শেখ ও শেখ শাহ আলম । ধৃতদের বাড়ি বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় । দুই থানার পুলিশ বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে । ভারপ্রাপ্ত সিজেএম যদিও সকল ধৃতের জামিন মঞ্জুর কেরেছেন ।
পুলিশ জানিয়েছে ,সিআরপিএফের প্রাক্তন অফিসার খোকন চন্দ্র বৈরাগ্য কর্মসূত্রে বর্ধমানে থাকেন। মঙ্গলবার তিনি রুকাসপুরের বাড়িতে গিয়েছিলেন। ওইদিন রাত সাড়ে ৮টা নাগাদ কয়েকজন দুষ্কৃতি শাবল, বাঁশ, টাঙি প্রভৃতি নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁর ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। তা না পেরে বৈঠকখানার অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে দেয়। বাড়ির বাইরে থাকা একটি চারচাকা গাড়িও ভেঙে দেওয়া হয়। এরপর দুষ্কৃতিরা আশপাশের আরও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এতে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। সিআরপিএফের প্রাক্তন অফিসার ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে মেমারি থানার পুলিশ । অন্যদিকে সোমবার বেলা ১১টা নাগাদ বর্ধমান শহরের মিঠাপুকুর হঠাৎ কলোনি নিবাসী কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত অফিসার তপন কুমার দাসের বাড়িতে কয়েকজন হামলা চালায়। তাঁকে মারধর করা হয়। ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হয়। মারধরে কপাল ফাটে তপনবাবুর।
এই ঘটনা বিষয়ে তপনবাবু বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পাঁচ অভিযেক্তকে গ্রেপ্তার করে।।