এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৪ অক্টোবর : পাকিস্তানকে ১৯১ রানে গুটিয়ে দিল ভারত । আজ শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস । জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২ টি করে উইকেট তুলে নেন । অন্যদিকে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৪৯ রানে আউট হন মোহাম্মদ রিজওয়ান। আব্দুল্লাহ শফিক ২০, ইমাম-উল-হক ৩৬ ও হাসান আলী ১২ রানে আউট হন। বাবর ও রিজওয়ান আউট হওয়ার পর পাকিস্তান আর পালটা প্রতিরোধ গড়তে পারেনি । ইফতেখার আহমেদ ৪ রান করে আউট হন। শাদাব খান ২ রান করে আর মোহাম্মদ রিজওয়ান ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হাসান আলি করেন ১২ রান । শাহীন আফ্রিদি ২ রান করে অপরাজিত থাকেন।
জসপ্রিত বুমরাহ ৭ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। একটি মেডেন ওভার করেন তিনি। মোহাম্মদ সিরাজ ৮ ওভারে ৫০ রান দেন এবং ২ উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ৬ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ১০ ওভারে ৩৫ রান দেন এবং ২ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ৯.৫ ওভারে ৩৮ রান দেন এবং ২ উইকেট নেন। শেষ খবর অনুযায়ী
ভারত ৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৩৯ রান । বিরাট কোহলি ৯ বলে ৫ রান এবং রোহিত শর্মা ১৬ বল খেলে ৩ চারের সহায়তায় ১৬ রান করে ক্রিজে রয়েছেন ।।