এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ অক্টোবর : পাসপোর্ট জালিয়াতি মামলায় শুক্রবার সন্ধে থেকে রাজ্যের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর দল । অন্তত ৫০ টি জায়গায় সিবিআই অভিযান চালায় বলে খবর । জানা গেছে,হাওড়ার উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা শেখ সাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সিবিআইয়ের ছয় সদস্যের তদন্তকারী দল । সাহানুরকে দীর্ঘ প্রায় ৬ ঘন্টা ধরে জেরা করা হয় । পরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সিবিআই । অনুমান করা হচ্ছে যে শেখ সাহানুরের বক্তব্যে অসংগতি থাকায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে । এছাড়া শিলিগুড়ির নকশালবাড়ির পানিঘাটা মোড় এলাকার বাসিন্দা বরুণ শিং রাঠোর নামে এক ব্যক্তির বাড়িতে আজ শনিবার ভোর তিনটে নাগাদ আচমকাই হানা দেয় সিবিআইয়ের প্রায় ১০ সদস্যের একটি তদন্তকারী দল । ওই ব্যক্তি পাসপোর্ট জালিয়াতিতে জড়িত বলে জানতে পেরেছে সিবিআই । পাশাপাশি সিবিআই শনিবার সকালে হানা দেয় কলকাতার রুবি এলাকায় পাসপোর্টের অফিসেও ।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সিকিমের গ্যাংটক সহ একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই ৷ সেখানে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে । ধৃতদের মধ্যে একজন মিডিলম্যান হিসাবে কাজ করত বলে জানতে পারে তদন্তকারী দল । প্রাথমিকভাবে তদন্তে সিবিআই জানতে পারেন যে পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক পাসপোর্ট কর্মীও ।।