আমি তোমাদের সুখী দেখতে চেয়েছি শুধু নিজে একা সুখী হবো, সেটা মোটেও ভাবিনি…
সবার আনন্দে আনন্দিত হতে পেরেছি আমি…
তাই হয়ত আমার সুখের ঘরে আলো জ্বলে অহরহ…!
না চাইতেই পেয়েছি অনেক… পেয়েছি অপরিমিত ভালোবাসা.. স্নেহ.. শ্রদ্ধা…
এক জীবনে অনেকটা পেয়েছি…
হারিয়েছি কী, সে হিসেব আর নাই বা রাখলাম, ক্ষতি কী?! আমি তৃপ্ত…. আমি সন্তুষ্ট…..!
প্রকৃতিকে নিঃস্বার্থভাবে শুধু দিয়েই যেতে দেখি যখন… ভাবি, আমিও তো তারই অংশ…আমি সমৃদ্ধ হই, অনুপ্রাণিত হই প্রতিটি মুহূর্তে… !
আমার ঋণ সূর্যের কাছে, চাঁদের কাছে … গাছেদের কাছে … মেঘ.. বৃষ্টি … বাদলের কাছে….
আমার ঋণ আমার মায়ের কাছে, বাবার কাছে … স্বামী … পুত্র সবার কাছে … যারা দিয়েছে হিসেববিহীন ভালোবাসা… দিয়েছে এক ভরসার ছাদ… !
আমার ঋণ আমার সান্নিধ্যে যারা রয়েছে তাদের কাছে…. যা আমি চাইলেও শোধ করতে পারবো না কোনোদিন….!
আমি চাই,
বিষাক্ত হিংসা – বিদ্বেষ মুছে ভালোবাসা দিয়ে পৃথিবীকে সাজাতে…
আমার বিশ্বাস আমার এই ভালোবাসার চারাগাছ একদিন মহীরুহ হবেই …. যার ছত্রছায়ায় শুধু আনন্দ আর ভালোলাগার আবেশে অক্সিজেন ছড়িয়ে থাকবে… !
সেদিন আমি নাইবা থাকি…
উত্তরসুরীদের জন্য থাকুক আমার দেওয়া এই উপহারটুকু …!!