এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৪ অক্টোবর : ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যাকফুটে থাকা ফিলস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে আর এক নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী । লেবাননের সীমান্ত থেকে তারা ইসরায়েলের উপর রকেট হামলা চালাচ্ছে । পালটা জবাব দিচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) । ফলে ইসরায়েল-লেবানন সীমান্তে এখন দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে । এদিকে যুদ্ধ পরিস্থিতির খবর সংগ্রহ করতে বর্তমানে ইসরায়েলে রয়েছেন বিশ্বের তাবড় মিডিয়া হাউসের সাংবাদিকরা । জানা গেছে,আইডিএফ-এর পালটা প্রতিরোধে ব্যাকফুটে থাকা লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ এখন ওই সমস্ত বিদেশী সাংবাদিকদের নিশানা করতে শুরু করে দিয়েছে । হিজবুল্লাহের সন্ত্রাসবাদীরা সাংবাদিকদের সমাবেশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে একজন সাংবাদিককে হত্যা করেছে বলে জানা গেছে । গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৬ জন সাংবাদিক ।
অ্যাসোসিয়েটেড প্রেস শুক্রবার রিপোর্ট করেছে যে একজন ফটোগ্রাফার রিপোর্টারের মৃত্যু হয়েছদ এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেব। এই সাংবাদিকরা দুই দেশের সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবানিজ হিজবুল্লাহর সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষের খবর কভার করছিলেন । তবে অ্যাসোসিয়েটেড প্রেস এই সাংবাদিকদের পরিচয় এবং তারা কোন মিডিয়ার সাথে জড়িত সে সম্পর্কে কিছু জানায়নি, তবে আল জাজিরা নেটওয়ার্ক বলেছে যে তাদের দুই সাংবাদিকের মধ্যে এলি ব্রাচিয়া এবং কারমেন জোখাদার এই হামলায় আহতদের মধ্যে রয়েছেন।
গাজা ও তেলাভির মধ্যে উত্তেজনার ধারাবাহিকতায় ইসরায়েলের উত্তর সীমান্তে নতুন ফ্রন্ট গঠন নিয়ে জল্পনা তুঙ্গে । প্রচুর সংখ্যক হিজবুল্লাহর সন্ত্রাসী ইসরায়েলের দিকে নিরন্তর রকেট ও গুলি ছুড়ছে । পাশাপাশি জর্ডন সীমান্ত থেকে ইসরায়েলের উপর হামলা চালানোর আশঙ্কা দেখা দিয়েছে । কট্টর ইসলামি রাষ্ট্র ইরান, লেবানন,জর্ডন ও সিরিয়ার মদত পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলি ইসরায়েলকে তিন দিক দিয়ে ঘিরে ধরে হামলার পরিকল্পনা করেছে বলে খবর ।।