এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৩ অক্টোবর : ফিলিস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই জ্বলছে গাজা উপত্যকা । হামাস- ইসরায়েলের যুদ্ধে দু’পক্ষেরই প্রচুর হতাহত হয়েছে । বিশেষ করে হামাসের নৃসংসতা দেখে শিহরিত হয়ে উঠেছে গোটা বিশ্ব । শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মহিলা-পুরুষদের শিরোচ্ছেদ করে হত্যা করছে সন্ত্রাসী গোষ্ঠী হামাস । ইসরায়েলিদের জীবন্ত পুড়িয়ে পর্যন্ত মারা হচ্ছে । হামাসের এত বর্বরোচিত নৃশংসতা সত্ত্বেও ফিলিস্থিনের পাশে দাঁড়িয়ে হামাসের সন্ত্রাসবাদকে কার্যত স্বীকৃতি দিয়েছে কংগ্রেস । পিছিয়ে নেই সিপিএমও । আজ শুক্রবার বর্ধমান শহরে “যুদ্ধ বিরোধী মিছিল” নাম ব্যানারে মিছিল করে ফিলিস্তিনকে সমর্থন করে হামাসের সন্ত্রাসবাদকে কার্যত স্বীকৃতি দিয়ে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমরা ।
মহম্মদ সেলিম ইসরায়েলের পালটা অভিযানে ফিলিস্থিনিরা মারা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেও নিরীহ ইসরায়েলিদের নৃশংসভাবে হত্যার বিষয়ে একটিও মন্তব্য করেননি তিনি । মহম্মদ সেলিমের এই প্রকার মানসিকতাকে অনেকে ‘সিপিএমের তোষামদের রাজনীতি’ বলে কটাক্ষ করছেন ।
তারই প্রতিফলন দেখা গেছে সিপিএমের “যুদ্ধ বিরোধী মিছিল” নাম ওই ব্যানারের প্রতিটি ছত্রে ছত্রে ।
ব্যানারের একেবারে উপরে লেখা হয়েছে,’ইসরায়েল হামাস সংঘর্ষ, প্যালেস্তাইনে ইসরায়েলের বর্বরতা- গনত্যা অবিলম্বে বন্ধ হোক’,’স্বাধীন সার্বভৌম প্যালেস্টাই রাষ্ট্র গঠন চাই’,’মোদী সরকারকে মার্কিন ও নেতানেয়াহু প্রশাসনের লেজুকবৃত্তি বন্ধ করে স্বাধীন বিদেশনীতি রূপায়ন করতে হবে’ প্রভৃতি ।
এখন প্রশ্ন উঠছে বর্বরতা শুধু কি ইসরায়েল বাহিনী করছে ? হামাস যেটা করেছে সেটা কি ? আর প্রধানমন্ত্রী যদি আমেরিকা-নেতানেয়াহু প্রশাসনের লেজুকবৃত্তি করে থাকেন,তাহলে আপনারা কেন চীনের লেজুকবৃত্তি করেন ? চীনকে ছেড়ে আপনাদের আদপেই কি স্বাধীন বিদেশনীতি আছে ? যদিও এই প্রথম নয়,ইতিপূর্বেও মহম্মদ সেলিমের ঈদ ও দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে টুইটারের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল বছর খানেক আগে ।।