প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ অক্টোবর : পঞ্চায়েত নির্বাচনের দিনে যখন ভোট লুঠ হচ্ছিল তখন রাজ্য নির্বাচন কমিশনার হয় ঘুমাচ্ছিল বা কোথাও গ্লাস সেবা করছিল।তাই তিনি আদালতে ডাক পয়েছেন। শুক্রবার বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি তিনি এও বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছিল ঠিক সেই ভাবেই কমিশনার লুটেরাদের হাতে পঞ্চায়েত তুলে দিয়েছে।
প্যালেস্তাইনের উপর ইজরায়েলী আক্রমণের অভিযোগ তুলে এদিন বর্ধমানের কার্জনগেট চত্বর থেকে মিছিল করে সিপিএম। সেই মিছিলে পা মেলান মহম্মদ সেলিম। মিছিল শেষ হয় বর্ধমান স্টেশন চত্বরে। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম আরও বলেন, ’পঞ্চায়েত ভোটে লুট নিয়ে আমাদের বামপন্থী আইনজীবীরা আদালতে মামলা করেছিল।সেই জন্যে ওসি,আইসি,বিডিও,এসডিও, ডিএম,এসপিরা আগেই আদালতে গিয়ে নাকখত দিয়ে এসেছে। এবার রাজ্য নির্বাচন কমিশনরের ডাক পড়েছে। মমতা যেমন রাজ্য নির্বাচন কমিশনার তৈরি করেছে,তেমনই একজন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার খুঁজছে কেন্দ্রের সরকার।’
রাজ্য বিজেপি পার্টি অফিসে অশান্তি নিয়ে সেলিম বলেন,এখনতো প্রতিদিনই শুভেন্দু সুকান্তর ছবিতে পা দিচ্ছে।বিজেপি ছেড়ে সবাইকে পথে নামতে হবে
। প্যালেস্তাইনের-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে
সেলিম বলেন, ইজরায়েলী আক্রমণে শিশু,বৃদ্ধরা মারা যাচ্ছে। অবিলম্বে প্যালেস্থাইনে ইজরায়েলী আক্রমণ বন্ধ হোক । সেলিমের দাবী, একমাত্র আমেরিকা নিরাপত্তা কমিশনে সমর্থন করেছে ।।