দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : ফের অবৈধ চোলাইয়ের ভাটিতে হানা দিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও মদের উপকরণ বাজেয়াপ্ত করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । আজ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার বসতপুর, রামচন্দ্রপুর, ওড়গ্রাম ডিস্কোপাড়া,ওড়গ্রাম কলতলাপাড়া, কামারপাড়া চান্দাই দাসপাড়া, খুরুল, নরজার ভারুইডাঙ্গাসহ একাধিক গ্রামে হানা দেয় আবগারি দপ্তর ও পুলিশের যৌথদল । প্রায় ৪০ লিটার মদ, ৩৬০ লিটার চোলাই মদ তৈরির জাব এবং বেশ কিছু বাসবপত্র উদ্ধার করা হয়েছে এবং মদ ও মদের উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাতার থানার ওসি অরুন কুমার সোম । পুলিশ মোট চারটি এফ আই আর রজু করেছে । তবে এদিন সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই ।
এর আগে বৃহস্পতিবার ভাতারের এরুয়ার, শ্রীপুর, দেবপুর, সাহেবগঞ্জ, নারায়ণপুর এবং ঢেড়িয়া গ্রামে দফায় দফায় অভিযান চালায় যৌথদল । ওই অভিযানে বেশ কয়েকটি ২০ লিটারের প্লাস্টিকের জারে ৯০০ লিটারের অধিক চোলাই মদ তৈরির জাব বাজেয়াপ্ত করা হয় । অরুনবাবু জানিয়েছেন, এলাকায় অবৈধ কারবার বন্ধে কড়া নজর রাখা হচ্ছে । এই ধরনের হঠাৎ অভিযান লাগাতার চলবে ।।