এইদিন ওয়েবডেস্ক,কুমিল্লা(বাংলাদেশ),১৩ অক্টোবর : ফের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ইসলামি জিহাদি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে । এবারে বাংলাদেশের কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের স্থানীয় সাংসদ বাহাউদ্দিন বাহারের জিহাদী বাহিনী । বাহাউদ্দিন বাহার নামে ওই সাংসদ সম্প্রতি প্রকাশ্য জনসভায় হিন্দুধর্ম ও হিন্দুধর্ম সম্প্রদায়ের মানুষের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন । তারই প্রতিবাদে আজ শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ।
জানা গেছে,এদিন সকাল প্রায় ১১ টা নাগাদ কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সদস্যরা প্রতিবাদ মিছিল বের করলে সাংসদ বাহাউদ্দিন বাহারের জিহাদী বাহিনী লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালিয়ে দেয় । বহু মানুষের মাথা ফাটে,কারোর শরীরে গুরুতর আঘাত লাগে । আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে ঠিক কতজন হিন্দু আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয় ।
জানা গেছে,গত বুধবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় সাংসদ বাহাউদ্দিন ‘মদমুক্ত পূজা’ করার বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন । তিনি বলেছিলেন, ‘মদ’ পুজোর আনুষঙ্গিক বিষয় এবং মদের জন্য পুজোর সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে মন্তব্য করেন বাহাউদ্দিন । তার কথায়, ‘হিন্দুরা পূজায় যায় মদ খাওয়ার জন্য’ । যদিও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দাবি শুধু দুর্গাপূজাই নয়,কোনো পূজোতেই মন্দিরে মদ্যপান করে যাওয়ার কোনো নজির নেই ।
আওয়ামি লীগ সাংসদ বাহাউদ্দিন বাহারের এই প্রকার সাম্প্রদায়িক কথাবার্তার প্রতিবাদে আজ ১৩ অক্টোবর দেশ জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ । কুমিল্লায় হিন্দুদের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গত ৩ অক্টোবর বাহাউদ্দিন বাহার তার ঠ্যাঙাড়ে বাহিনীকে সর্বশক্তি দিয়ে পথে নামার নির্দেশ দিয়েছিলে । আর তার নির্দেশ মোতাবেক এদিন কুমিল্লায় হিন্দুদের শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালায় বাহাউদ্দিনের সশস্ত্র বাহিনী ।
উল্লেখ্য,দিন কয়েক আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশানাল পার্টি(বিএনপি) দেশের ক্ষমতায় থাকার সময় কট্টর ইসলামি মৌলবাদী সংগঠন জামাত-এ-ইসলামি ও বিএনপি মিলে হিন্দুদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছিল । মূলত বিএনপির জমানেই হিন্দুদের উপর বেশি হয়েছিল বলে অভিযোগ । হাসিনা নিজেকে ও নিজের দলকে সর্বধর্ম সহিষ্ণু বলেও দাবি করেছিলেন । কিন্তু এদিনের ঘটনা প্রমান করে যে বাংলাদেশের কোনো দল থেকেই সুরক্ষিত নয় ধর্মীয় সংখ্যালঘুরা ।
কুমিল্লার হিন্দুদের অভিযোগ,২০২১ সালে বাহাউদ্দিন বাহার হিন্দুদের প্রতিমা ভাঙ্গচুরের সাথে জড়িত ছিল আওয়ামি লিগ সাংসদ বাহাউদ্দিন বাহার । এছাড়া সাম্প্রদায়িক উস্কানি এবং অগনিত হিন্দুর জমি জায়গা জোর করর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে । বাহাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে হিন্দুরা সাফ জানিয়ে দিয়েছেন যে আসন্ন নির্বাচনে বাহাউদ্দিনকে প্রার্থী করলে তারা আওয়ামী লীগকে আর ভোট দেবেন না ।
যদিও আদপেই আওয়ামি লিগ সাংসদ বাহাউদ্দিন বাহারের শাস্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে । এই বিষয়ে বুধবার (১১ অক্টোবর ২০২৩) ঢাকায় বাংলাদেশের নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছিলেন যে সংখ্যালঘুদের ওপর হামলার পর অতীতে মামলা নেওয়া হত, তদন্তও হত। কিন্তু এখন মামলা নেয় কিন্তু বিচার হয় না। সরকারি দলের সঙ্গে যারা যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় না । এজন্য আমরা পূজা ও আগামী সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের ওপর সংঘাতের আশঙ্কা করছি ।।