এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ মে : দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দিলেন ভাতারের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী । মানগোবিন্দবাবুর বলেন, ‘রাজনৈতিক হিংসার জেরে এলাকায় যদি একটা খুন হয়ে যায় তার কলঙ্ক আমার গায়েও লাগতে পারে । আর আমি আমার গায়ে দাগ লাগতে দিতে চাই না । তাই দলের কর্মীদের বিশেষভাবে বলেছি কোথাও কোনও অশান্তি যেন না হয় ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,দলের মধ্যে সমন্বয় রক্ষা করেই এলাকায় উন্নয়নের কাজ করা হবে ।
এবারের বিধানসভা নির্বাচনে ভাতার থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন বর্ষীয়ান নেতা মানগোবিন্দ অধিকারী । বিজেপির মহেন্দ্রনাথ কোঁয়ারকে তিনি ৩১৭৪১ ভোটে পরাজিত করেন ৷ তৃণমূলের পূর্বতন দুই বিধায়কের জয়ের ব্যাবধান থেকে যা অনেকটাই বেশি । এত বড় ব্যাবধানে জয়ী হওয়া প্রসঙ্গে মানগোবিন্দ অধিকারী বলেন,’ভাতার বিধানসভার প্রতিটি অঞ্চল থেকেই আমরা লিড পেয়েছি । মানুষের পূর্ণ আস্থা রয়েছে আমাদের দলনেত্রীর ওপর । মানুষের উন্নয়নের জন্য নিজের দায়িত্ব পালন করে যাবো ।’
জেতার পর বুধবার মানগোবিন্দ অধিকারীকে সংবর্ধনা দেয় দলের নেতা ও কর্মীরা । কোভিড বিধির কারনে হাতে গোনা কয়েকজন নেতা ও কর্মীকে নিয়ে এদিনের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল ভাতার বাজারে দলীয় কার্যালয়ে । উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ অন্যান্যরা । সভায় বক্তব্য রাখতে গিয়ে মানগোবিন্দবাবু বলেন, ‘আমাদের এলাকায় ভোটে এবং ভোট পরবর্তী সময়ে কোনও ঝামেলা অশান্তি হয়নি ।যাতে কোনও ধরনের অশান্তি না হয় তার জন্য এলাকাবাসীর কাছে আবেদন রেখেছি । দলীয় কর্মীদেরও বলেছি।’ বর্তমান পরিস্থিতিতে ভাতারের নব নির্বাচিত তৃণমূল বিধায়কের এহেন উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা । বিধায়কের এই বার্তা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনেকাংশে সহায়ক হবে তাঁরা বলে দাবি করেছেন ।।