এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ অক্টোবর : পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীদের দূর্গাপূজোর বোনাস অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে । বোনাস প্রাপকদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারও । কিন্তু কলকাতা পুলিশের সাথে বাকি রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের দূর্গাপূজোর বোনাসে বিস্তর পার্থক্য রয়েছে বলে অভিযোগ উঠছে ।
এবিষয়ে নিজের ফেসবুক পেজে দুটো পৃথক পে স্লিপ পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই দুই স্লিপের একটি হল কৃষ্ণনগর-১ ট্রেজারির । চলতি মাসের ১১ তারিখের ওই স্লিপে ২,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে । আর অন্যটি চলতি মাসের ৩ তারিখে পশ্চিমবঙ্গের পে এন্ড অ্যাকাউন্টস অফিস-২ এর একটি পে স্লিপ । শুভেন্দু অধিকারী স্লিপ দুটি চিহ্নিত করে লিখেছেন, ‘বেঙ্গল পুলিশের সিভিক’ এবং ‘কলকাতা পুলিশের সিভিক’-এর পুজোর বোনাস ।
তিনি একই পদে পৃথক বোনাস দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছেন,’পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু’হাজার টাকা করে। এটা কেমন বিচার?দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট? কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না।’।