এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,১২ অক্টোবর : সিরিয়ার দুটি প্রধান বিমানবন্দর দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দর হামলা চালিয়েছে ইসরাইল । হামাসকে সিরিয়ায় ইরানের অস্ত্র ও গোলা-বারুদ সরবরাহ বন্ধ করতেই এই হামলা চালানো হয় । প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।ইসরাইলি হামলার পর আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। হামলার সময়, ইরানের মাহান এয়ারের একটি ফ্লাইট যেটি সিরিয়ায় অবতরণ করতে যাচ্ছিল তা তেহরানে ফিরে আসে। মাহান এয়ারকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (IRGC) এবং হিজবুল্লাহর জন্য অস্ত্র, অপারেটিভ এবং তহবিল পরিবহন করতে গিয়েছিল বলে খবর । ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের ষষ্ঠ দিনে সিরিয়ায় এই হামলার ঘটনা ঘটল ।
ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে খবর । হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ । এছাড়া দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার অভিযোগ নিয়ে ইসরাইলের সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। ইরান-সংশ্লিষ্ট সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল ।গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে আকস্মিক রকেট হামলা চালায় সন্ত্রাসবাদী সংগঠন হামাস । পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনীও। যার মধ্য দিয়ে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাতের । ইসরায়েল ডিফেন্স ফোর্সের(আইডিএফ) বিমান হামলায় কার্যত ধূলিস্যাৎ হয়ে গেছে গাজা উপত্যকা । হামাসের কয়েক’শ ঠিকানাকে ধ্বংস করে দেওয়া হয়েছে । ধ্বংস করা হয়েছে হামাসের অস্ত্রাগারও । আজও গাজাতে বড় ধরনের বিমান হামলার ঘোষণা করেছে আইডিএফ ।
দু’পক্ষের সংঘাতে সবশেষ তথ্য অনুযায়ী নিহত ২,৬০০ ছাড়িয়েছে। এর মধ্যে গাজায় ১ হাজার ৩৫৪ জন ও ইসরাইলে ১,৩০০ জন নিহত হয়েছেন। আহত সব মিলিয়ে ৫,০০০ এর অধিক । হামাসের হাতে এখনো ১৫৯ জন পনবন্দি আছে বলে জানিয়েছে ইসরায়েল ।।