দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ অক্টোবর : লক্ষাধিক টাকার সামগ্রী সহ হারানো ব্যাগ উদ্ধার করে রেলযাত্রীর হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপি । আজ বুধবার ব্যাগটি কালনার কালিনগর এলাকার বাসিন্দা বাপন শেখ (৩১) নামে ওই রেলযাত্রীর হাতে তুলে দেওয়া হয় । নগদ অর্থ ও ব্যাগের যাবতীয় মুল্যবান সামগ্রী ফিরে পেয়ে চরম খুশি ওই যুবক ।
বাপন শেখ জানান, তার ব্যাগে তিনটি স্মার্টফোন, প্রায় এক ভরি ওজনের দুটি সোনার আংটি ও তিনটি সোনার নাকছাবি ছাড়াও নগদ ২৫ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল । মঙ্গলবার তিনি হাওড়া কাটোয়া লোকাল ধরে হাওড়া স্টেশন থেকে ধাত্রীগ্রাম আসছিলেন । ব্যাগটি রেখেছিলেন যাত্রীদের মাথার উপর বাঙ্কারে । কিন্তু ধাত্রীগ্রামে ট্রেন থেকে নামার সময় তিনি ব্যাগটা নিতে ভুলে যান । পরে যখন তার ব্যাগের কথা খেয়াল পড়ে,ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়ে চলে যায় । ফলে তিনি রেলপুলিশের দ্বারস্থ হন ।
জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যাতেই কাটোয়া জিআরপি রুটিন চেকিংয়ের সময় ট্রেনের কামরা থেকে ওই ব্যাগটি উদ্ধার করে কাটোয়ার জিআরপি অফিসে জমা করে । এদিন বাপন শেখ জিআরপি অফিসে অভিযোগ নথিভুক্ত করতে এলে রেলপুলিশ ব্যাগটি তারই কিনা নিশ্চিতকরণের জন্য তথ্যপ্রমাণ চায় । ওই যুবক বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ দিলে হারানো ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয় । এদিকে এতদ্রুত হারানো ব্যাগ ফেরত পেয়ে হতবাক হয়ে যান কালনার ওই যুবক । তিনি বলেন,’আমি ব্যাগ ফেরত পাওয়ার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলাম । কিন্তু সমস্ত সামগ্রী সহ হারানো ব্যাগটি এত দ্রুত ফেরত পাবো তা স্বপ্নেও কল্পনা করিনি । অসংখ্য ধন্যবাদ কাটোয়া জিআরপিকে ।’।