এইদিন ওয়েবডেস্ক,ইসরায়েল,১১ অক্টোবর : মঙ্গলবার রাতে মার্কিন সামরিক সহায়তা ও গোলাবারুদ বহনকারী প্রথম বিমান পৌঁছেছে ইসরায়েলে । ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণা অনুযায়ী, এই চালানে উন্নত সামরিক গোলাবারুদ রয়েছে এবং হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় আকারের হামলায় ব্যবহার করা হবে । তথ্য অনুযায়ী, এই বিমানটি নাবাটিম সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে ।
এদিকে মার্কিন বিদেশ দপ্তর ঘোষণা করেছে যে, বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে তেল আবিবের প্রতি তার দেশের সমর্থনের ওপর জোর দিয়েছেন । এদিকে কিছু ফিলিস্তিনি বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সমর্থন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি প্রসারিত করবে ।
এর আগে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর ইসরায়েল ডিফেন্স ফোর্স সিরিয়ার দিকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। সন্ত্রাসী সংগঠন হামাস ও ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহও রকেট হামলার মাধ্যমে ইসরায়েলের কিছু অংশকে লক্ষ্যবস্তু করেছে । পালটা বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েলও ।।