আমি নতজানু হইনি কোনদিন–
যেভাবে নতজানু হয়েছি
তোমার কাছে,
তোমার ভালোবাসার কাছে।
আমি হারতে চাইনি কখনো–
যেভাবে হেরে যেতে চাই
তোমার কাছে,
তোমার ভালোবাসার কাছে।
কারণ ভালোবাসার অসীম তৃষ্ণায়
আমি শ্রান্ত, আমি ক্লান্ত!
শূন্য মরীচিকা গহ্বর–
আর মোহময়ী অদৃশ্য টান
যেভাবে উৎপাটন করে পাথর হৃদয় হতে– আমাকে।
তোমার ওষ্ঠের চুম্বন কিংবা আলিঙ্গনের চেয়ে
হয়তো বেশিই চেয়েছি
তোমার হৃদয়ে আবাস,
যেখানে ভালোবাসার ঝর্না ঝরে
নদীর মত বয়ে চলে অজানায়,
চাতকির তৃষ্ণা মেটাতে
নর্তকী হয় নদী–
হেলে দুলে ঢেউ তুলে
আঁশ ঘ্রাণ বুকে নিয়ে
বেঁচে ওঠে বারবার
সমস্ত ব্যর্থতার গ্লানি বুকে নিয়েও
পাড়ি দেয় উম্মুখে;
আমি নতজানু হতে চাই বারবার
সেই ভালোবাসার কাছে–
যে বুকে আছে ঝর্ণার উৎস আর বহতা এক নদী,
যে বুক মুহুর্মুহু শীতলতায়
স্পর্শ করে যায় সীমাহীন সমর্পনে
অচেনা অজানায়
সেখানে নতজানু হতে
বাঁধে না কখনো আমার;
আমি যতটা নতজানু হয়েছি তোমার কাছে
তার বহুগুণ বেশি হতে চাই বারবার–
কারণ এই ভালোবাসা পাবার আশায়
হয় তো বা এ পৃথিবীতে আসা আমার।।