এইদিন ওয়েবডেস্ক,প্যালেস্টাইন,১০ অক্টোবর : হামাস সন্ত্রাসীদের খতম করতে আকাশ ও স্থলপথে গাজায় মারাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল । ফিলিস্থিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে হুঁশিয়ারি দিলেও প্রমাদ গুনছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস । ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী,গাজা ভূখণ্ডে ইজরায়েলের পাল্টা হামলা বন্ধে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সোমবার রাতে টেলিফোনে কাতর আর্তি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট । তিনি অনুরোধ করেছেন,যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য যাতে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী আসার পথ সুগম হয়,সেজন্য জাতিসংঘের মহাসচিব যেন জরুরিভিত্তিতে ইজরায়েলি বাহিনীর বোমাবর্ষণ থামাতে হস্তক্ষেপ করেন । যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে শিগগিরই গাজায় চরম মানবিক বিপর্যয় শুরু হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট । যদিও হামাসের সন্ত্রাসী হামলার পর ‘দখলদার ইসরাইলি সন্ত্রাসের’ বিরুদ্ধে ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস । কিন্তু ইসরায়েলের প্রচন্ড আক্রমণ দেখে এখন তার সুর নরম হয়ে গেছে ।
প্রতিবেদনে বলা হয়েছে যে মাহমুদ আব্বাসের উৎকণ্ঠার জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে জানিয়েছেন, জাতিসংঘ গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর জন্য সারক্ষণ চেষ্টা করে যাচ্ছে। এছাড়া বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ ও সহিংসতা বন্ধেও জাতিসংঘ নিরলস ভাবে কাজ করছে বলে আশ্বাস দিয়েছেন গুতেরেস ।
রয়টার্সের জানতে পেরেছে, ইইসরায়েলে নাশকতা চালানোর জন্য বিগত দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন হামাস । অন্তত ১,০০০ সন্ত্রাসীকে তারা গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে । তথ্যের ঘাটতি ও পূর্বপ্রস্তুতি না থাকার কারণে হামাসের হামলার প্রথম দিকে রুখতে পারেনি ইসরায়েল । কিন্তু অল্প সময়ের মধ্যেই পূর্ণ শক্তিতে ফিরে এসে গাজা উপত্যকায় কার্যত তান্ডব শুরু লরে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ।সর্বশেষ খবর অনুযায়ী, শনিবার থেকে এযাবৎ এই যুদ্ধে ইজরায়েলে অন্তত ৯০০ জন এবং গাজায় প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে । হামাসের সন্ত্রাসীরা লেবাননে পালিয়ে গিয়ে অন্য আর এক সন্ত্রাসবাদী সংগঠন ‘হিজবুল্লাহর’ সাথে ইসরায়েলে হামলা চালাচ্ছে । তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে হামাস সন্ত্রাসীদের সম্পূর্ণ নিকেশ করেই তিনি থামবেন ।।