এইদিন ওয়েবডেস্ক,ইসরায়েল,১০ অক্টোবর : হামাস সন্ত্রাসীদের আঁতুর ঘর গাজা জুড়ে কার্যত তান্ডব চালাচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) । শনিবার দেশে সন্ত্রাসী হামলা হওয়ার পর দিনরাত গাজায় বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলি ৷ বেছে বেছে ধ্বংস করে দেওয়া হচ্ছে হামাসের আবাসস্থলগুলি । তার মধ্যে রয়েছে ৭ টি মসজিদ ও একটি ইসলামী বিশ্ববিদ্যালয় । হামাস সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিল এবং হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে খবর । আর সাতটি মসজিদের মধ্যে রয়েছে,পশ্চিমী মসজিদ, আল- আব্বাস মসজিদ,আল-সুসি মসজিদ, আল ইয়ারমুক মসজিদ, আল-আমিন মোহাম্মদ মসজিদ
এবং শেখ আহমদ ইয়াসিন মসজিদ । ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে সেগুলিকে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল । পাশাপাশি ফিলিস্তিনে বড় ধাক্কা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন(ইউ) । কারন জার্মানি ও অস্ট্রিয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনে সব ধরনের অর্থ সাহায্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে । এর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনকে কোনো সহায়তা দেবে না বলে জানানো হয়েছে ।
প্যালেস্টাইনের সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা জবাব সোমবার তৃতীয় দিনে প্রবেশ করেছে । এই সময়ে রেকর্ড সৈন্য সংগ্রহ করেছে ইসরায়েল । মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েল সৈন্য সংগ্রহ করেছে ৩,০০,০০০ । বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলিদের মধ্যে দেশপ্রেমের জোয়ার বইছে । বহু ইসরায়েলি কর্মস্থল ছেড়ে দেশমুখী হচ্ছেন যুদ্ধে অংশগ্রহণের জন্য । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের সাধারণ মানুষ দেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে বিদায় জানাচ্ছেন যুদ্ধে যাওয়া সেনাদের । তাদের হাতে তুলে দিচ্ছে শুকনো খাবার ও জলের বোতল ।
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন,১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় সংহতি । সেই সময় ইসরায়েল ৪,০০,০০০ রিজার্ভ সৈন্য ডেকেছিল ৷ তিনি বলেন, শনিবার সকাল থেকে ইসরায়েলের দিকে প্রায় ৪,৪০০ রকেট ছোড়া হয়েছে। সেনাবাহিনী সীমান্তে অবস্থিত অনেক শহর খালি করে দেওয়া হয়েছে ।
আইডিএফ হোমফ্রন্ট কমান্ড লেবানন সীমান্তের কাছাকাছি শহরগুলিতে ইসরায়েলি নাগরিকদের তাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে । হামাস ও হিজবুল্লাহের ঠিকানাগুলিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। সেনাবাহিনী বলেছে যে তারা সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ঘাঁটিগুলিকে মূলত নিশানা করছে ।
সন্ত্রাসী সংগঠন হামাসের হামলার বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মৃত,আহত ও অপহৃত হওয়ার তালিকা নিম্নে দেওয়া হল :-
★থাইল্যান্ড : মৃত ১২,অপহৃত ১১
★নেপাল মৃত : ১০
★আমেরিকা : মৃত ৯
★ভারত : মৃত ১
★কানাডা : মৃত ১, অপহৃত ২
★ব্রিটেন : মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের
★ফ্রান্স : মৃত ১, অগনিত অপহৃত
★জার্মানি : মৃত ও অপহৃতের হিসাব পাওয়া যায়নি
★রাশিয়া : মৃত ১
★কাম্বোডিয়া : মৃত ১
★চীন : মৃত ও অপহৃতের হিসাব পাওয়া যায়নি
★ব্রাজিল : আহত ৩
★প্যারাগুয়ে : ২ মৃত, অপহৃতের সংখ্যা অজানা
★ইউক্রেন : মৃত ২
★মেক্সিকো : অপহৃত ২
★আয়ারল্যান্ড : আহত ১
★তানজানিয়া : আহত ২