প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান০৪ মে : ভোটের ফল প্রকাশের পর পূর্ব বর্ধমানের রায়নার সমসপুরের তৃণমূলের কর্মী গণেশ মালিককে পিটিয়ে প্রাণে মারার অভিযোগে গ্রেপ্তার হলেন ৬ জন বিজেপি কর্মী ।ধৃতরা হলেন কাশীনাথ রায়, উদয় মালিক, সুবল মালিক, সাজো দাস, সূর্যকান্ত মালিক ও সুমিত মালিক।সমসপুর গ্রামেই ধৃত সকলের বাড়ি। সোমবার রাতে বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত তৃণমূল কর্মীর পরিবার ।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোটের ফল ঘোষণার পর রাত ১০টা নাগাদ সমসপুরের মালিকপাড়ার বাসিন্দা বকুল মালিক, চাঁদ মালিক সহ কয়েকজন পশ্চিমপাড়ার বটতলা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে সুবল মালিকের বাড়ির সামনে বিজেপির লোকজন তাঁদের উপরে লাঠি, রড, টাঙ্গি প্রভৃতি নিয়ে আচমকা হামলা চালায়। সশস্ত্র হামলায় তৃণমূলের বেশ কয়েকজন জখম হন। জখমদের চিৎকার-চেঁচামেচি শুনে গণেশবাবু তাঁদের বাঁচাতে ছুটে যান তখন তাঁকেও মারধর করা হয়। লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। গনেশবাবুর পা-ও ভেঙে দেওয়া হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম গণেশবাবুকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কথা জানিয়ে বকুল মালিক রায়না থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের ধারায় মামলা রুজু করে পুলিশ ৬ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ।
সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ মঙ্গলবার ৬ ধৃতকেই পেশ করে বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ৩ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।।