এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ অক্টোবর : হিন্দু বিদ্বেষী পাকিস্তানি উপস্থাপক জয়নাব আব্বাসকে ( Zainab Abbas) ক্রিকেট বিশ্বকাপের দায়িত্ব দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । কিন্তু ভারত ও হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত বক্তব্যের পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত বিতর্কের কারণে জয়নাব আব্বাসকে আসতেই দিল না ভারত । জয়নাব আব্বাসের নির্বাসিত হওয়ার খবরটিও পাকিস্তানি মিডিয়াও প্রকাশ করেছে । পাকিস্তানের ‘সামা টিভি’ সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এর পোস্টে ভারত থেকে তার নির্বাসনের কথা বলেছিল । যদিও পরে সেই পোস্ট মুছে দেওয়া হয় । এদিকে এই প্রকার অসম্মানের হাত থেকে বাঁচতে বিতাড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান । ‘এক্স’ হ্যান্ডেলে নতুন একটা পোস্টে ‘সামা টিভি’ লিখেছে,’জয়নব আব্বাস নিরাপত্তার কারণে ভারত ছেড়েছেন । বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন ।’
২০১৪ সালে জয়নাব আব্বাস নিরামিষাশীদের এবং ভারতে ফাস্ট বোলারের অভাব সম্পর্কে একটি হিন্দু বিদ্বেষী টুইট করেছিলেন, যেখানে তিনি ভারতীয়দের নিরামিষভোজী বলেও মজা করেছিলেন । আরেকটি টুইটে গরু নিয়ে মজা করেছিলেন জয়নাব ।
অ্যাডভোকেট বিনীত জিন্দাল পুলিশের কাছে জয়নব আব্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷ তার বিরুদ্ধে আইপিসির ১৫৩এ, ২৯৫, ৫০৬,১২১ ধারা এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা নথিভুক্ত করার অনুরোধ করেন তিনি । বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে জয়নবের বিরুদ্ধে চিঠিও লিখেছেন অ্যাডভোকেট বিনীত জিন্দাল । এদিকে একজন ভারত ও হিন্দু বিদ্বেষীকে ভারতে ঢুকতে না দেওয়ায় খুশি হিন্দুরা ।
অন্যদিকে আইসিসি বিশ্বকাপের উপস্থাপক হওয়ার পর জয়নাব আব্বাসও ‘এক্স’-এ একটি পোস্ট লিখে আনন্দ প্রকাশ করেছিলেন। কিন্তু এখন ভারত থেকে তার নির্বাসনের খবরের পর খুশি উবে গেছে জয়নাব আব্বাসের ।।