দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ অক্টোবর : বাংলায় জনপ্রিয় একটা প্রবাদ আছে, ‘অতি লোভে তাঁতি নষ্ট’ । আর এই ‘অতি লোভে’ পড়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল উত্তর ২৪ পরগণা জেলার মাটিয়া বসিরহাট থানা এলাকার দুই মহিলা কেপমার । মাস চারেক তারা কাটোয়া শহরের কাছারিরোড এলাকার একটা জুয়েলারি দোকানে ক্রেতা সেজে ঢুকে এক ভরি চার আনা ওজনের একটি সোনার চেন হাত সাফাই করে পালিয়েছিল । দোকানের সিসিটিভি ফুটেজে মহিলাদের চিহ্নিত করতে পারলেও দুই কেপমার মহিলার নাগাল করতে পারেনি পুলিশ । কিন্তু লোভে পড়ে রবিবার বিকেলে ফের তারা একই দোকানে হাত সাফাই করতে এলে দোকানের মালিক ও কর্মচারীদের তৎপরতায় ধরা পড়ে যায় । পুলিশ জানিয়েছে,ধৃতদের মধ্যে প্রথমজনের নাম মারিয়ান খাতুন বিবি (৬৫) ওরফে সখিনিয়া বিবি । দ্বিতীয়জন হলেন নাসিমা বিবি (৩৬)। আজ সোমবার ধৃত দুই কেপমার মহিলাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । পুলিশের আবেদনের ভিত্তিতে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।
জানা গেছে,দোকান মালিকের নাম ইন্দ্রনীল ধর । কাটোয়া শহরের বাসিন্দা ইন্দ্রনীলবাবুর কাটোয়া শহরের কাছারি রোডে দুটি দোকান রয়েছে জুয়েলারি দোকান রয়েছে । গত ৩১ মে দোকান বন্ধ করার আগে হিসাব মেলাতে গিয়ে ইন্দ্রনীলবাবু লক্ষ্য করেন এক ভরি চার আনা ওজনের একটি সোনার চেন গায়েব হয়ে গেছে । এরপর তিনি দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখেন গত ২৮ মে দোকানে দুই অপরিচিত মহিলা দোকানে এসে ওই চেন চুরি করে পালিয়ে গেছেন । সঙ্গে সঙ্গে তিনি কাটোয়া থানায় গিয়ে ঘটনার কথা পুলিশকে জানান । তুলে দেন ভিডিও ফুটেজটিও ।
জানা গেছে,গত পয়লা জুন ইন্দ্রনীল ধর কাটোয়া থানায় অভিযোগ দায়ের করার পর দুই কেপমার মহিলাকে পাকড়াও করতে উঠেপড়ে লাগে । কিন্তু মহিলারা ভিন জেলার বাসিন্দা হওয়ায় পুলিশ তাদের নাগাল করতে পারছিল না । ফের রবিবার বিকেলে ইন্দ্রনীলবাবুর অন্য দোকানে হানা দেয় ওই দুই মহিলা । এর আগে সিসিটিভির ফুটেজে মহিলাদের দেখার পর তাদের মুখ দোকানের মালিক ও কর্মীদের মনে গেঁথে গিয়েছিল । মহিলারা ক্রেতা সেজে গহনা পছন্দ করার ভান করতে থাকলে, সেই সুযোগে মোবাইলে থাকা ফুটেজ দেখে দোকানের কর্মীরা নিশ্চিত হন । তারপর দুই মহিলাকে আটকে রেখে কাটোয়া থানায় খবর দিলে মহিলা পুলিশরা এসে দুই কেপমারকে গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে,এই চক্রে ঠিক কতজন আছে,তা ধৃত মহিলাদের জেরা করে জানার চেষ্টা চলছে । পাশাপাশি চুরি যাওয়া গহনাটিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।