এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,০৯ অক্টোবর : বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলি ক্রমশ সন্ত্রাসী সংগঠনগুলির আখড়া হয়ে উঠেছে । কর্তৃত্ব দখলের লড়াইয়ে প্রায়ই সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায় । আজ সোমবার ভোরে ফের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসবাদী সংগঠন আরসার ও আরএসও-এর জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । ভোর সাড়ে ৪ টা নাগাদ উখিয়ার ৫ নম্বর ক্যাম্প এলাকার ইরানি পাহাড় এবং ২ নম্বর ক্যাম্প(ইস্ট)-এর র বালুর মাঠের মাঝামাঝি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে দেদার গোলাগুলি চলে । পৃথক গোলাগুলিতে দু’জন জঙ্গির মৃত্যুও হয়েছে । ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন,মৃতরা হল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লাক, ডি/৫ মৃত মীর আহমেদের ছেলে সাকিবুল হাসান প্রকাশ সানাউল্লাহ (৩৩) ও একই ক্যাম্পের জি সাব ব্লক, এ/ ৩৮ আব্দুর গফুরের ছেলে আহমদ হোসেন (৩৫)। তিনি জানান,রোহিঙ্গা ক্যাম্পে দু’সন্ত্রাসী গ্রুপের মধ্যেই গোলাগুলিতে দু’জনের মৃত্যুর খবর পাওয়ার পর থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পরে দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত,বাংলাদেশের রোগিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা এই প্রথম নয় । গত সপ্তাহের মঙ্গলবার মধ্যরাত ও বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছিল । সেই সংঘর্ষে আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ ও আরএসও’র সদস্য আরাফাত নামে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয় ।।