সত্য আর মিথ্যের এই পৃথিবীতে বিবেকের অসুখ খুব ভয়ংকর,
জানি একদিন মৃত্যুর পর এ সাধের অঙ্গ করবে খেলা অন্য কোথাও,
বহু চর্চিত এ শরীর হবে নশ্বর দেহ, জ্বলবে অগ্নিকুন্ডে
ঈশ্বর স্বর্গের, আরাধ্যা দেবী-দেবী সবই পড়বে খসে হাড় মাংস থেকে বেরিয়ে।
সত্য চিরকাল বেঁচে থাকলেও মরে গেলে মিথ্যেয় হয় পরিনত,
পচা গলা দুর্গন্ধ আবর্জনার স্তূপের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিকে দিকে,
শুধু সময়ের সাথে কিছুটা হেঁটে চলা জীবনের কঠিন অসুখ যেন;
আছে এর অনেক সামাজিক চিত্র, দিকে দিকে প্রদর্শিত হচ্ছে এপ্রান্ত ওপ্রান্ত ঘুরে।
এই বুঝি দাঁড়ায় এসে শিহরণ জাগে মনে বিশ্বাস করতে ভয় হয়,
নিতান্ত অনিচ্ছায় বিপক্ষের যুক্তি সব সব কিছুতেই আজ শুধু অসুখ ;
মৃত্যুর হাতছানি দিচ্ছে আভাস কালবৈশাখীর ঝড়ের ভয়ংকর দাপট,
তবুও সত্যি জানি এ এক ভয়ংকর অসুখ চিরকাল বেঁচে থাকবে।
সবাই এর ভয়ংকর রূপের মোহো বন্দী হয়েছে চিরকাল,
এর হাত থেকে বাঁচার চেষ্টা করা বৃথা, অসম্ভব
পালাতে চেয়েছে কত-শত হাজার হাজার মানবজাতি;
জন্ম-মৃত্যুর মতোই চরম সত্যি মৃত্যুর এ অসুখ।
শুধু খোলসের গায়ে কুয়াশার চাদরের আড়াল থেকেই একটা নতুন খেলা শুরু,
গতিপথ বদলাতে পারে এমন সাধ্য নাই কারুর,
সময়ের চাকা অবিরাম অনবরত ঘুরেই চলেছে,
নিত্য নতুন ছলচাতুরী আর কতদিন চলবে, সবই সময়ের হিসাব।
পথিক খুঁজে ফেরে এদিক ওদিক ঘুরে বেড়ায়,
নব দিগন্তের বেড়াজাল থেকে বেরিয়ে আসাই স্বাভাবিক ;
সামাজিক চিত্র বদলে যায় ক্ষণে ক্ষণে, জড়িয়ে ধরে
জ্বলন্ত উনুনে হাঁড়ি চড়ার এমন করে আকুল দীর্ঘশ্বাসের কাছে নত হই বারবার।।