এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৮ অক্টোবর : একদিনের বিশ্বকাপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দেয় ভারতের বোলাররা । অসিদের দেওয়া ২০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার দ্রুত আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত । এরপর বিরাট কোহলি এবং কেএল রাহুল দলের হাল ধরেন । এই জুটি যোগ করেন ১৬৭ রান। বিরাট কোহলি ৮৫ রান করেন এবং কেএল রাহুল অপরাজিত ৯৭ রান করে দলকে সহজ জয় এনে দেন। হার্দিক পান্ডিয়া অপরাজিত ১১ রান করেন । ভারত ৪১.২ ওভারে ২০১ রান করে ।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন কুলদীপ। অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পারেননি । ভারতকে প্রথম সাফল্য এনে দেন বুমরাহ। মিচেল মার্শকে উইকেটে আউট করেন বুমরাহ। এখান থেকে দায়িত্ব নেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। হাফ সেঞ্চুরির জুটি গড়েন এই জুটি। ভালো ব্যাটিং করা ডেভিড অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৪১ রানে কুলদীপ যাদবের শিকার হন । তার পর স্টিভ স্মিথ ৪৬ রান করে জাদেজার বলে আউট হন। পরে রবীন্দ্র জাদেজার বলে ২৭ রানে আউট হন লাবুসচেন। অ্যালেক্স ক্যারিকেও জাদেজা অ্যাকাউন্ট না খুলেই প্যাভিলিয়নে ফেরত পাঠান । কুলদীপ যাদব ১৫ রান করা ম্যাক্সওয়েলকে আউট করেন । এরপর ৮ রান করা ক্যামেরন গ্রিনকে আউট করেন অশ্বিন । অস্ট্রেলিয়ার ইনিংস ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় ।।