এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ অক্টোবর : দিল্লি পুলিশ ওখলার আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে(Amanatullah Khan) গত বছর ‘খারাপ চরিত্র’ বলে ঘোষণা করেছিল । প্রস্তাবটি দক্ষিণ-পূর্ব জেলার জামিয়া নগর থানা গত বছরের ২৮ মার্চ পাঠানো হয়েছিল এবং ৩০ মার্চ অনুমোদিত হয়েছিল। নথিতে বলা হয়েছে যে আমানতুল্লাহ খানের বিরুদ্ধে মোট ১৮ টি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল । এদিকে দিল্লি পুলিশের তাকে ‘খারাপ চরিত্র’ ঘোষণা করার পরে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন আপ বিধায়ক । কিন্তু গত ১৯ জানুয়ারী দিল্লি পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আমানতুল্লাহ খানের দায়ের করা একটি পিটিশন খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট । এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিধায়ক । গত ৩ জুলাই, সুপ্রিম কোর্ট খানের আবেদনের ভিত্তিতে দিল্লি পুলিশের কাছে প্রতিক্রিয়া চেয়েছিল । সোমবার সুপ্রিম কোর্টে এএপি বিধায়ক আমানতুল্লাহ খানের আবেদনের শুনানি হবে । বিচারপতি সূর্য কান্ত এবং দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ খানের আবেদনের শুনানি করবে । এর আগে খানের আইনজীবী হাইকোর্টের সামনে যুক্তি দিয়েছিলেন যে পুলিশ অফিসাররা ‘একদম বিদ্বেষপূর্ণভাবে কাজ করেছে’। খানের আইনজীবী দাবি করেছেন যে ‘ইতিহাস পত্রক'(history sheet)-এর প্রতিলিপি, যা একটি গোপনীয় নথি, একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের একজন মুখপাত্র, ‘তার ভাবমূর্তি নষ্ট করতে’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল পুলিশ ।
উল্লেখ্য,দিল্লি ওয়াকফ বোর্ড নিয়োগে অনিয়মের অভিযোগে গত বছর সেপ্টেম্বরে আম আদমি পার্টি (এএপি) বিধায়ক আমানতুল্লাহ খানকে গ্রেফতার করেছিল দিল্লির দুর্নীতি দমন ব্যুরো ।আমানতুল্লাহ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন । দিল্লির তৎকালীন এলজি আমানতুল্লাহকে “অত্যন্ত হিংসক স্বভাবের’ বলে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর সুপারিশ করেছিলেন ।।