এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৮ অক্টোবর : দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে বিজেপির প্রভাব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের চেয়ে যে বেশ, ফের একবার তার প্রমাণ পাওয়া গেল । শনিবার রাতে কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় ২০০ মুসলিম পরিবার । ভেটাগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে ওই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় । নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ।
কোচবিহার জেলার বিজেপির কনভেনার দীপক দাস বলেন,’হৃদয় জাগরণ ! প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর “সাবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও যুবসমাজ দলে দলে বিজেপিতে যোগদান করছেন। দুর্নীতিবাজ, চোর ও গুন্ডাদের থেকে পরিত্রান পেতে এবং বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার অঙ্গীকার নিয়ে দিনহাটা বিধানসভা কেন্দ্রের নয়ারহাট, বামনহাট, বড়শাকদল ও সাহেবগঞ্জ অঞ্চলের বেশ কিছু সংখ্যালঘু পরিবার ও যুব সহ প্রায় ২০০ টি পরিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন।’
বিজেপিতে যোগদানকারী মহম্মদ শরিফুদ্দিন আলি বলেন,’আমরা সবাই হতদরিদ্র পরিবারের । তৃণমূল কংগ্রেসের রাজত্বে আমরা কিছুই পাইনি । তাই আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে বাধ্য হলাম ।’ কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি দ্বারা ‘মুসলিম বিরোধী’ তকমা দেওয়া বিজেপিতে কেন ? এর উত্তরে তিনি বলেন,’যে যা বলে বলুক, ভবিষ্যতে আমরা আরও মুসলিমদের বিজেপিতে যোগদান করাবো ।’ যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, ওই সমস্ত পরিবার বিজেপি করত,মাঝে তৃণমূলে যোগ দিয়েছিল,ফের তারা পুরনো দলেই ফিরে গেছে ।।