এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ অক্টোবর : নিয়োগ দূর্নীতি মামলায় তদন্ত প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেই আদাজল খেয়ে আসরে নেমে পড়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন(সিবিআই) । এবারে পুর নিয়োগ দূর্নীতি মামলায় রবিবার সাতসকালে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের চেতলায় বাড়িতে হানা দিল সিবিআই এর তদন্তকারী দল । সেই সময় মন্ত্রী বাড়িতেই ছিলেন বলে খবর । এদিকে সিবিআই ফিরহাদ হাকিমের বাড়িতে আসতেই তৃণমূল কংগ্রেসের লোকজন জমায়েত হয়ে ‘সিবিআই দূর হটো’ শ্লোগান দিতে শুরু করে । মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে গেলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন । যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে । তবে ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা গেছে । সূত্রের খবর,পুর নিয়োগ দূর্নীতি মামলায় ফিরহাদ হাকিমকে তার বাড়িতেই সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে ।
রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআইয়ের অন্য একটি দল । এছাড়া কাঁচরাপাড়া,হালিশহরসহ আরও কয়েকটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতে গিয়েছে সিবিআই । এর আগে গত ৫ অক্টোবর রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রায় ১২ টি দলে বিভক্ত হয়ে রথীন ঘোষ,কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহা,বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক প্রভৃতি একাধিক তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে গিয়েছিল তদন্তকারী দলের আধিকারিকরা ।।