যারা গভীর রাতে ঘুমন্ত মাটির বুকে
ষড়যন্ত্রের বীজ পোঁতে, আগুন জ্বালায়
জানা নেই স্বজন হারানো চিতার সামনে দাঁড়িয়ে
তাদের চোখের জল জীবিত থাকে কিনা?
বন্ধ ঘরে পৈশাচিক উল্লাসে অসহায় মানুষের গায়ে
খালি হয় পেট্রোলের টিন, হাতে তুলে নেয় দেশলাই কাঠি
জানা নেই, প্রাণ ভিক্ষার শেষ আর্তনাদে জল্লাদের হাতদুটো কেঁপে ছিল কিনা?
সমাজের মেরুদণ্ড শিক্ষকের কলম কেড়ে নিয়ে যারা শিক্ষা, ক্ষমা, করুণার বুক থেকে টেনে হিঁচড়ে উপড়ে নেয় হৃৎপিণ্ড, রক্ত শ্রোতে ফেলে রাখে নিথর লাস।
জানা নেই, তাদের মধ্যে কেউ শ্রদ্ধার প্রতি মাথা নত করেছিল কিনা?
যারা মা বোনের কাঁচা মাংসে ক্ষুধা মেটায়,
লুট হয়ে যায় মা বোনের অমূল্য সম্পদ,
অতৃপ্ত কামনায় নগ্ন শরীরে দৃষ্টি রেখে উল্লাসে পোড়া লাশ বানায়।
জানা নেই,তাদের মধ্যে কেউ নিজের মা বোনের মুখ দেখেছিল কিনা?
ওরা সবাই চেনা জানা।
লোভ-লালসা স্বার্থানেশি স্তম্ভের নিচে অবক্ষয়ের আস্তরনে ওদের মসৃণ বিছানা,
জানা নেই,কবে মুছবে ওদের ধমনীতে পশুর রক্তের ঠিকানা?
জানা নেই, কবে পুড়ে ছাই হবে স্বার্থনেশি স্তম্ভের নিচে অবক্ষয়ের বিছানা?
জানা নেই,কবে বলবো আমারা জ্বেলেছি সমাজের সুস্থ আলো?
জানা নেই, কবে বলবো আমরা বেসেছি ভালো?