এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৭ অক্টোবর : পাকিস্তান ঘোষণা করেছে যে তাদের দেশে কোনো আফগানিকে আশ্রয় দেওয়া হবে না । আর পাকিস্তান সরকারের এই ঘোষণার পরেই আফগান শরনার্থীদের উপর নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে পাকিস্তানিরা । স্ত্রী-পুরুষ নির্বিশেষে আফগানিদের মারতে মারতে দেশ ছাড়া করে দিচ্ছে পাকিস্তানি পুলিশ । পুলিশের সাথে যোগ দিয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিকরাও ।
সোশ্যাল মিডিয়ায় ওই সমস্ত একাধিক দৃশ্যের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে । পাকিস্থান আনটোল্ডের “এক্স” হ্যান্ডেলে শেয়ার করা একটা ভিডিওতে দেখা গেছে পাকিস্তানের পুলিশ ও জনতা মিলে লাথি,চর,ঘুঁষি মারতে মারতে নিয়ে যাচ্ছে । একজন বোরখা পরিহিতা মহিলাকে ফেলে দুই পুরুষ মিলে চাবুক দিয়ে পেটাতেও দেখা গেছে
ভিডিও শেয়ারের পাশাপাশি ওই ‘এক্স’ হ্যান্ডেলে লেখা হয়েছে,”পাক বাহিনী আফগান শরণার্থীদের জোর করে বের করে দেওয়ার জন্য তাদের ওপর নৃশংসতা শুরু করেছে বলে জানা গেছে । পাকিস্তান কি আফগানদের প্রতি প্রতিশোধের জন্য প্রস্তুত? পাকিস্তানে এফ১৬ থাকতে পারে কিন্তু আফগানিস্তানে প্রচুর মানব বোমারু বিমান আছে যারা বিশেষ জ্যাকেট পরে । আমি রক্তস্নাত পূর্বাভাস পাচ্ছি ।’
এদিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সমস্ত আফগান অভিবাসী যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে তাদের একটি “ধাপে এবং সুশৃঙ্খল” পদ্ধতিতে নির্বাসিত করা হবে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন,’দলিলবিহীন অভিবাসীদের নির্বাসনের সিদ্ধান্ত “আমাদের দেশের অভ্যন্তরীণ আইন” অনুযায়ী ছিল এবং সরকার এটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এই নীতি যেকোনো দেশের সকল মানুষের জন্য প্রযোজ্য হবে এবং এই বিষয়ে আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই ।’
এই পরিকল্পনায় ১৪ লাখ বৈধ আফগান শরণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়নি উল্লেখ করে, বেলুচ স্পষ্ট করে বলেছেন,’জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার তাদের পাকিস্তানে নিবন্ধিত করেছে এবং তারা নথি সহ লোক হিসাবে বিবেচিত হয় ।’
উল্লেখ্য,মঙ্গলবার, পাকিস্তান সরকার ১৭ লক্ষ আফগান নাগরিক সহ সেই দেশে নথি ছাড়াই সমস্ত অভিবাসীদের নির্বাসনের আদেশ জারি করেছিল। এই অভিবাসীদের স্বেচ্ছায় পাকিস্তান ত্যাগ করার জন্য পয়লা নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অন্যথায় তাদের ব্যাপকভাবে নির্বাসিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ।।