ওরা সবাই বলে, তুমি ভালো আছো,
আমি বলি, ভালো নেই।
ওরা বলে, নূতন হাওয়ায় তুমি তোমার দেহটাকে মজবুত করে বানিয়েছো।
আমি বলি, দেহটাকে হয়তো
কিন্তু মনটাকে আজও মনের মতো করে বানাতে পারিনি।
সবাই ওরা বলে, গায়ের রংটা তোমার খুব ফর্সা হয়েছে,
শুনে মনে মনে হাসি পায়
আমি জানি এটা রং না, রক্তাল্পতা
তাই ফ্যাকাশে।
সবাই ওরা জোর করে মিথ্যে, ভুল তথ্যটা চাপাতে চায়
বলে, এটাই আমার স্বাভাবিক রং।
আমি শুধু বলি, মনের ভিতরের সাদা রঙের আস্তরণটায় ইদানিং কালো একটা রেখা পড়েছে,
তা কি দেখেছো?
ওরা হাসে প্রবল স্বরে, বলে,
বাইরের পরিবর্তনটাই কাম্য,
আমি বলি, ভিতরের।
হিসেবটা তাই ওদের সাথে আমার মেলে না কিছুতেই ।।